Champions Trophy: 'চ্যাম্পিয়ন্স ট্রফি' চ্যাম্পিয়ন হল ভারত! একতরফা ম্য়াচে ফাইনাল জয়, রইল সেলিব্রেশনের ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India win PD Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফি ঘরে তুলল ভারতীয় দল। সেলিব্রেশনে মাতলেন প্লেয়াররা। সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফি ঘরে তুলল ভারতীয় দল। সেলিব্রেশনে মাতলেন প্লেয়াররা। সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তাহলে আপনারা ভাবছেন তাহলে আবার কোন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত? দিব্যাংদের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে ট্রফি নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ে যোগেন্দ্র ভাদোরিয়ার তুফানি ইনিংস এবং রাধিকা প্রসাদের দুরন্ত বোলিং বড় ভূমিকা নেয়।
দিব্যাং চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। ভারত মঙ্গলবার খেলা ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান করে। এরপর ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ১১৮ রানে আউট করে দেয়। যোগেন্দ্র ভাদোরিয়া মেগা ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৪০ বলে ১৮২.৫০ স্ট্রাইক রেটে ৭৩ রান করেন। যার মধ্যে চারটি চার এবং পাঁচটি ছক্কা ছিল।
advertisement
এরপর বোলিংয়ে রাধিকা প্রসাদ কার্যত একার হাতেই ইংল্যান্ডের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন। তিনি ৩.২ ওভারে ১৯ রান দিয়ে চারটি উইকেট নেন। অধিনায়ক বিক্রান্ত কেনি তিন ওভারে ১৫ রান দিয়ে দুটি এবং রবীন্দ্র সান্তে চার ওভারে ২৪ রান দিয়ে দুটি উইকেট নিয়ে রাধিকাকে ভালো সঙ্গ দেন।
advertisement
বিক্রান্ত কেনি ম্যাচের পরে বলেন, “দিব্যাং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অবিশ্বাস্য টিমের নেতৃত্ব দেওয়া এবং তাকে জেতানো আমার কেরিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্ত। প্লে-অফ থেকে ফাইনাল পর্যন্ত এই টিম তার প্রতিভার দুর্দান্ত উদাহরণ পেশ করেছে।” তিনি আরও বলেন, “প্রত্যেক খেলোয়াড় এই চ্যাম্পিয়নও হওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই ট্রফি শুধু আমাদের নয়, বরং প্রতিটি সেই দিব্যাঙ্গ ব্যক্তির যিনি কখনও ভারতের জন্য ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছেন।”
advertisement
#India triumphs at PD Champions Trophy 2025, defeating England in historic victory
The Indian Physical Disability Cricket Team has achieved a remarkable milestone by clinching the PD Champions Trophy 2025, defeating England by 79 runs in a thrilling final at the FTZ Cricket… pic.twitter.com/u81cnuqUtm
— DD India (@DDIndialive) January 21, 2025
advertisement
দলের প্রধান কোচ রোহিত জালানি এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ তাঁর গলেপ খেলোয়াড়দের দিয়েছেন। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টের দুরন্ত পারফর্ম করেছে এবং প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। দলের এই জয়ে আমি খুব খুশি। প্লেয়ার যেভাবে নিজেদের সেরাটা উজার করে দিয়েছে তাতে আমি গর্বিত।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2025 11:50 AM IST