টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি! প্রোটিয়াদের খড়কুটোর মত উড়িয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় ভারতের

Last Updated:

India Win ICC Women's U19 T20 World Cup: ইতিহাস তৈরি করল অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা দল। টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয় ভারতের। ফাইনালে একতরফা ম্যাচে কার্যত দক্ষিণ আফ্রিকা খড়কুটোর মত উড়িয়ে বিশ্বসেরার ট্রফি ঘরে তুলল ভারতের মেয়েরা।

News18
News18
ইতিহাস তৈরি করল অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা দল। টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয় ভারতের। ফাইনালে একতরফা ম্যাচে কার্যত দক্ষিণ আফ্রিকা খড়কুটোর মত উড়িয়ে বিশ্বসেরার ট্রফি ঘরে তুলল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ৫২ বল বাকি থাকতেই দাপুটে জয় মহিলা দলের।
ম্যাচে প্রথম থেকেই ফেভারিট হিসেবে নেমেছিল ভারতীয় মহিলা দল। গোটা প্রতিযোগিতায় যে দাপটের সঙ্গে খেলেছে নিকি প্রসাদের নেতৃত্বাধীন দল, ফাইনালেও তা বজায় রাখে। প্রথমে ব্যাটিং করে ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ মিকি ভ্যান ব্রুস্ট ২৩ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে পারে দক্ষিণ আফ্রিকা।
advertisement
ভারতীয় দলের সকল বোলাররা এদিন ছন্দে ছিলেন। দলগত পারফরম্যান্সেই প্রোটিয়াদের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দেয় ভারতীয় বোলাররা। গঙ্গোরি তৃষা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া, আয়ূশী শুকলা ও বৈষ্ণবী শর্মা। এছাড়া একটা উইকেট শিকার করেন শবনম সাকিল।
advertisement
advertisement
৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৩৬ রানের পার্টনারশিপ করেন জি কমলিনী ও জি তৃষা। কমিলিনি ৮ রান করে আউট হলেও তৃষা ও সনিখা ছলকে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৪৪ রানে তৃষা ও ছলকে ২৬ রান করে অপরাজিত থাকেন। ১১.২ ওভারেই বিশ্বজয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় মহিলা দল।
বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি! প্রোটিয়াদের খড়কুটোর মত উড়িয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement