India vs Zimbabwe 2nd T20: জিম্বাবোয়েকে শক্তি বোঝাল ভারত, ব্যাটে-বলে দুরমুশ করে ম্যাচ জিতল ১০০ রানে

Last Updated:

India vs Zimbabwe 2nd T20: ১০০ রানের বড় বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম টি-২০ হারের প্রতিশোধ নিল তরুণ টিম ইন্ডিয়া। হারারেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ব্যাটে-বলে দুরমুশ করল ভারতীয় দল।

হারারে: ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম টি-২০ হারের প্রতিশোধ নিল তরুণ টিম ইন্ডিয়া। হারারেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ব্যাটে-বলে দুরমুশ করল ভারতীয় দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরাল টিম ইন্ডিয়া। একইসঙ্গে প্রতিপক্ষকে বোঝাল ভারতের তরুণ দলের শক্তি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুভমান গিল রান না পেলেও মারকাটারি ব্যাটিং করেন অভিষেক শর্মা। বিধ্বংসী ব্যাটিং করে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই শতরান করেন তরুণ বাঁ হাতি ব্যাটার। ৪৭ বলে ১০০ রান করেন অভিষেক শর্মা। ইনিংসে ৮টি ছয় ও ৭টি চার মারেন তিনি। এছড়া অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে অনবদ্য ব্যাটিং করেন ঋতুরাজ গায়কোয়াড়। দুই তরুণ ব্যাটার মিলে দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের পার্টনারশিপ করেন।
advertisement
ঋতুরাজ গায়কোয়াড় নিজে অর্ধশতরান পূরণ করেন। ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১১টি চার ও ১টি ছয় মারেন। এছাড়া প্রথম ম্যাচে রান না পেয়ে হতাশ ছিলেন রিঙ্কু সিংও। দ্বিতীয় ম্যাচে স্লগ ওভারে নেমে রীতিমত তাণ্ডব করেন রিঙ্কু। ২২ বলে ৪৮ রানের অতিমানবীয় ইনিংস খেলেন কেকেআর তারকা। এই ইনিংসে মোট ৫টি ছক্কা ও ২টি চার মারেন রিঙ্কু সিং। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ করে ভারত।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ওয়েসলি মাধভেরে ৪৩, লুক জং ৩৩ ও ব্রায়াম বেনেট ২৬ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত জিম্বাবোয়েকে। ভারতের হয়ে মুকেশ কুমার ও আভেশ খান ৩টি করে ও রবি বিষ্ণোই দুটি উইকেট নেন। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Zimbabwe 2nd T20: জিম্বাবোয়েকে শক্তি বোঝাল ভারত, ব্যাটে-বলে দুরমুশ করে ম্যাচ জিতল ১০০ রানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement