IND vs WI 2nd T20: ঘুড়ে দাঁড়াতে প্রস্তুত দল, তার আগে গায়ানায় ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies 2nd T20: রবিবার গায়ানায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল।
গায়ানা: রবিবার গায়ানায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে বিশেষ অভ্যর্থনা পেল ভারতীয় ক্রিকেট দল। গায়ানায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে টিম ইন্ডিয়া। সেই ছবি বিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
বিসিসিআইয়ের তরফ থেকে মোট চারটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে পুরো দলকে নির্দিষ্ট পোশাকে দেখা যায়। দেখা যাচ্ছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতের হাইকমিশনারের ড. কেজে শ্রীনিবাসের সঙ্গে করমর্দন করছেন। বিসিসিআই ট্যুইট করে ক্যাপশনে লেখে, ‘ড. কে জে শ্রীনিবাস ভারতীয় হাই কমিশনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগে ভারতীয় দলকে স্বাগত জানিয়েছে ভারতীয় হাই কমিশনারেট।’ ভারতীয় দলকে যেভাবে হাই কমিশনের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে তাতে খুশি গোটা দল।
advertisement
📸 Dr K. J. Srinivasa – High Commissioner of India – hosted #TeamIndia at the Indian High Commission in Guyana ahead of the second T20I. #WIvIND pic.twitter.com/iDFrrNJg4w
— BCCI (@BCCI) August 5, 2023
advertisement
দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব / যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
advertisement
দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 3:16 PM IST