#বিশাখাপত্তনম: বিরাট কোহলিকে থামানো যাচ্ছে না ৷ তাঁর স্বপ্নের ফর্ম অব্যাহত বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও ৷ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (৪) এবং শিখর ধাওয়ান (২৯)-এর উইকেট হারালেও ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে কোহলি-রায়ডু জুটি ৷ দু’জনেরই অর্ধশতরান সম্পূর্ণ ৷ ওয়ান ডে-তে এটি ৪৯তম হাফ-সেঞ্চুরি কোহলির ৷
ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন----> India vs Westindies 2nd ODI at Vizag
#TeamIndia Captain Virat Kohli wins the toss. Elects to bat first against the Windies in the 2nd ODI at Vizag.#INDvWI pic.twitter.com/ZYlUPnBkXG
— BCCI (@BCCI) October 24, 2018