India vs West Indies: দ্বিতীয় টেস্টে অভিষেক বাংলার মুকেশ কুমারের, টস হারলেও ব্যাটিং ভারতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies: টেস্ট ক্রিকেট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মাইল স্টোন ম্যাচে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের।
টেস্ট ক্রিকেট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মাইল স্টোন ম্যাচে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। দুই দেশের শততম টেস্ট ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টেস্ট ক্যাপ হাতে পেলেন মুকেশ। দ্বিতীয় টেস্টে দলের ভারতীয় দলের পেস অ্যাটাকে যে পরিবর্তন হতে পারে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। কুঁচকির চোটের কারণে দলের বাইরে শার্দুল ঠাকুর। ঘোরায়া ক্রিকেটে ও আইপিএলে ভাল পারফর্ম করার পর অবশেষে স্বপ্নপূরণ হল মুকেশ কুমারের।
Congratulations to Mukesh Kumar, who is all set to make his Test debut for #TeamIndia 🇮🇳🇮🇳 pic.twitter.com/oSPbbVu2Rh
— BCCI (@BCCI) July 20, 2023
advertisement
তবে দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। তবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। পোর্ট অফ স্পেনের সতেজ উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত। ফলে টস হারলেও প্রথমে ব্যাটিং করবে টিম ইন্ডয়া। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে শুধু একটি মাত্র পরিবর্তন হয়েছে। শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এসেছেন মুকেশ কুমার।
advertisement
West Indies have won the toss and elect to bowl first in the 2nd Test against #TeamIndia
A look at our Playing XI for the game.
Live – https://t.co/d6oETzpeRx… #WIvIND pic.twitter.com/A0gDIXPo6z
— BCCI (@BCCI) July 20, 2023
দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার।
advertisement
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দ্রপল, ক্রিক ম্যাকেনজি, জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানজে, জসুয়া দ্যা সিলভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 7:39 PM IST