IND vs WI 2nd T20: তিলক বর্মার লড়াকু অর্ধশতরান, ওয়েস্ট ইন্ডিজকে ১৫৩ রানের টার্গেট দিল ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies 2nd T20: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। তিলক ভার্মার লড়াকু অর্ধশতরান ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে ভারত।
গায়ানা: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। তিলক বর্মার লড়াকু অর্ধশতরান ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন তিলক। তাঁর ইনিংসে ভর করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল টিম ইন্ডিয়া। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ১৫২ রান করে ভারত। সর্বোচ্চ ৫১ রান করেন তিল বর্মা। এছাড়া ইশান কিশান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড।
টস জিসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। রান পাননি ওপেনার শুভমান গিল ও প্রথম ডাউনে নামা সূর্যকুমার যাদব। ১৮ রানের মধ্যে ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। গিল করেন ৭ ও সূর্যকুমার ১। সূর্যকুমার যাদবের লাগাতার অফ ফর্ম চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজম্যান্টের। এরপর ইশান কিশান ও তিলক বর্মা দলের রাশ ধরেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুজন। ৪২ রান জুটিতে যোগ করেন ইশান ও তিলক। দলের ৬০ রানের মাথায় ব্যক্তিগত ২৭ রান করে সাজঘরে ফেরেন ইশান কিশান।
advertisement
এরপর ক্রিজে আসেন সঞ্জু স্যামসন। কিন্তু বড় রান করতে ব্যর্থ হন তিনিও। ৭ রান করে আউট হন তিনি। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপ বাড়ে ভারতীয় দলের উপর। সেই সময় হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারেও অনবদ্য ব্যাটিং করে নিজের প্রথম অর্ধশতরান করেন তিলক। ৩৯ বলে ৫০ করেন তিনি। ১১৪ রানে পঞ্চম উইকেট পড়ে ভারতের। ৫১ রান করে বিগ হিট করতে গিয়ে আউট হন তিলক বর্মা।
advertisement
advertisement
শেষের দিকে দ্রুত রান করার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বড় স্কোর করতে পারেননি ভারত অধিনায়ক। ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১২৯ রানে ষষ্ঠ উইকেট পড়ে ভারতের। এরপরই রানের গতিবেগ কমে যায়। নিরাশ করেন অক্ষর প্যাটেলও। ১৪ রান করে আউট হন তিনি। ১৩৯ রানে পড়ে সপ্তম উইকেট। শেষের দিকে একটি ছয় মারেন রবি বিষ্ণোই ও একটি চার মারেন অর্শদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 9:53 PM IST