IND vs WI 2nd T20: ভারতীয় দলে একটি পরিবর্তন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিকের

Last Updated:

India vs West Indies 2nd T20: ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে ভারতীয় দল। রবিবার গায়ানাতে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে একদিকে যেমন ভরাতীয় দল সিরিজে সমতা ফেরাতে মরিয়া, অপরদিকে ক্যারিবিয়ানদের লক্ষ্য জয়ের ধারা বজায় রেখে লিড আরও বাড়িয়ে নেওয়া।

গায়ানা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হার দিয়ে ৫ ম্যাচের সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। গায়ানা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। একদিকে সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য টানা দ্বিতীয় ম্যাচ জিতে লিড ২-০ করা। দ্বিতীয় ম্যাচের শুরুটা ভাল হল ভারতীয় দলের। টস ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়ার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গায়ানায় আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে একটু মাত্র পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন রবি বিষ্ণোই। টসের পর হার্দিক পান্ডিয়া জানান, নেটে অনুশীলনের সময় কুলদীপ যাদবের পায়ে বল লাগে। হাল্কা চোটের কারণেই এই ম্যাচে কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট খুব গুরুতর নয় বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। ফলে কুলদীপের চোটের কারমেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই। এছাডডা প্রথম ম্যাচের দলই খেলাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
ভারতীয় দলের প্রথম একাদশ- শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
advertisement
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI 2nd T20: ভারতীয় দলে একটি পরিবর্তন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement