Rohit Sharma: লজ্জার হারের পর মুখ খুললেন রোহিত শর্মা! দলের জন্য দিলেন বড় বার্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। ২৪১ রান তাড়া করতে গিয়ে মাত্র ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তারপরই মুখ খুললেন রোহিত শর্মা।
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। ২৪১ রান তাড়া করতে গিয়ে মাত্র ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একাই ৬ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াক তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনকে ধরাশায়ী করে দেন শ্রীলঙ্কার স্পিনার জেফ্রে ভ্যান্ডারসে। এই হারের ফলে স্বভাবতই হতাশ অধিনায়ক রোহিত শর্মা ও গোটা দল।
ম্যাচে শেষে নিজের হতাশা ও যন্ত্রণার কথা জাহিরও করলেন রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ম্যাচ হারের পর দলের উদ্দেশ্যে দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা। রোহিত শর্মা বলেছেন,”ম্যাচ হারলে হতাশা ও যন্ত্রণা তো হবেই। গোটা দলই খুব হতাশ। আমরা পুরো ম্যাচে আশানরুপ ক্রিকেট খেলতে পারিনি। ধারাবাহিকতা দেখাতে পারিনি। তবে কোনও ম্যাচে এমনটা হতেই পারে। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হবে।”
advertisement
এছাড়াও টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেছেন,”আমি ঝুঁকিপূর্ণ ব্যাটিং করছিলাম। তাই কিছুটা রান করতে পেরেছে। এই ধরনের পিচে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হয়। সেটা আমাদের আরও ভালভাবে করতে হবে। মিডল ওভারে রান করাটা মুশকিল হবে জানতাম। তাই পাওয়ার প্লে-তে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছি। তবে জেফ্রে ভ্যান্ডারসেকে কৃতিত্ব দিতেই হবে। ৬ উইকেট নেওয়াটা সহজ কাজ নয়।”
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচেও জেতা খেলা হাতছাড়া করেছিল ভারত। যার কারণে ম্যাচ টাই হয়। শেষ দুই উইকেটে ১ রান করতে পারেনি ভারত। এবার দ্বিতীয় ম্যাচে হার। ফলে সিরিজের চতুর্থ ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়াল ভারতের সামনে। সিরিজ জয়ের আশা ভারতের সামনে আর নেই। তবে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 11:45 AM IST