India vs Sri Lanka T20: সূর্য, ভুবির দুরন্ত ফর্ম, শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত

Last Updated:

India vs Sri Lanka T20: টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতীয় দলের।

#কলম্বো: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কড়া নজর রাখবে। আর তাই ক্রিকেটারদের পারফর্ম তাগিদ থাকবে অনেকটাই বেশি। এমনিতেই ব-কলমে বি টিম নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেই দল নিয়েই শ্রীলঙ্কাকে একদিনের ক্রিকেটে হারিয়েছে ভারতীয় দল। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটের দৈন্য দশা চলছেই। দাশুন শনকার দল কিছুতেই বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারছে না। শ্রীলঙ্কার ক্রিকেটের এই দুর্দশা নিয়ে রণতুঙ্গা, সঙ্গাকরারাও চিন্তায়। ভারতের বি টিম-এর বিরুদ্ধে হারের পর তাঁদের চিন্তা হয়তো আরও কিছুটা বাড়বে। কারণ একদিনের সিরিজ জয়ের পর টি-২০ সিরিজেরও প্রথম ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
ক্রিকেটের ধরণ বদলেছে। এখন ক্রিকেটের ছোট ফরম্য়াটে কোনও দল ২০০-র বেশি রান করলেও জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারে না। এদিন টিম ইন্ডিয়া অবশ্য মাত্র ১৬৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে নিল। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল ভারত। ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। এদিন ভুবনেশ্বর কুমার চার উইকেট তুলে নিলেন। দীপক চাহার এদিন পেলেন দুটি উইকেট। একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। তবে সিরিজের শেষ ম্যাচটি হারে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের শুরুটা অবশ্য ভারতীয় দলের জন্য ভালই হল। এদিন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধাওয়ান। সূর্যকুমার যাদব করলেন ৩৪ বলে ৫০। তবে ওপেনার পৃথ্বী শ এদিন খাতা খুলতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Sri Lanka T20: সূর্য, ভুবির দুরন্ত ফর্ম, শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement