India vs Sri Lanka T20: সূর্য, ভুবির দুরন্ত ফর্ম, শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Sri Lanka T20: টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতীয় দলের।
#কলম্বো: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কড়া নজর রাখবে। আর তাই ক্রিকেটারদের পারফর্ম তাগিদ থাকবে অনেকটাই বেশি। এমনিতেই ব-কলমে বি টিম নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেই দল নিয়েই শ্রীলঙ্কাকে একদিনের ক্রিকেটে হারিয়েছে ভারতীয় দল। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটের দৈন্য দশা চলছেই। দাশুন শনকার দল কিছুতেই বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারছে না। শ্রীলঙ্কার ক্রিকেটের এই দুর্দশা নিয়ে রণতুঙ্গা, সঙ্গাকরারাও চিন্তায়। ভারতের বি টিম-এর বিরুদ্ধে হারের পর তাঁদের চিন্তা হয়তো আরও কিছুটা বাড়বে। কারণ একদিনের সিরিজ জয়ের পর টি-২০ সিরিজেরও প্রথম ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
#TeamIndia win the 1st #SLvIND T20I by 38 runs
— BCCI (@BCCI) July 25, 2021
We go 1-0 in the series pic.twitter.com/9FfFbx2TTZ
advertisement
WINNING MOMENT FOR #TeamIndia
— BlueCap 🇮🇳 (@IndianzCricket) July 25, 2021
Congratulations guys & the Coach!
#SLvsIND #SLvsIND #INDvSL #INDvsSL #Cricket #INDvsSL2021 pic.twitter.com/iuWR8bbLie
advertisement
ক্রিকেটের ধরণ বদলেছে। এখন ক্রিকেটের ছোট ফরম্য়াটে কোনও দল ২০০-র বেশি রান করলেও জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারে না। এদিন টিম ইন্ডিয়া অবশ্য মাত্র ১৬৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে নিল। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল ভারত। ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। এদিন ভুবনেশ্বর কুমার চার উইকেট তুলে নিলেন। দীপক চাহার এদিন পেলেন দুটি উইকেট। একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। তবে সিরিজের শেষ ম্যাচটি হারে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের শুরুটা অবশ্য ভারতীয় দলের জন্য ভালই হল। এদিন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধাওয়ান। সূর্যকুমার যাদব করলেন ৩৪ বলে ৫০। তবে ওপেনার পৃথ্বী শ এদিন খাতা খুলতে পারেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2021 11:59 PM IST