#ডাম্বুলা: আইসিসি টুর্নামেন্টগুলিতে তো বটেই, যে কোনও আন্তর্জাতিক ম্যাচেই দু’দেশের ক্রিকেটারদের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় ৷ শ্রীলঙ্কায় চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছিল ভারত-শ্রীলঙ্কা দু’দেশের ক্রিকেটারদের ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয় ম্যাচ থেকে আর এই দৃশ্য দেখা যাবে না মাঠে ! শ্রীলঙ্কা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার দীনেশ রত্নসিংঘম এমনটাই জানিয়েছেন ৷ তবে ওয়ান ডে সিরিজে না হলেও প্রথম টি২০ ম্যাচে ফের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যাবে দু’দেশের ক্রিকেটারদের ৷
হঠাৎ টুর্নামেন্টের মাঝপথে এমন সিদ্ধান্ত কেন ? শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, ‘‘ আমরা ওয়ান ডে এবং টি২০ দুই ফর্ম্যাটের প্রথম ম্যাচেই জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যবস্থা করেছি ৷ ’’ ৷ এর জন্য ডাম্বুলায় প্রথম ওয়ান ডে-তেই শুধুমাত্র জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছিল কোহলি-ডিকওয়েলাদের ৷ শ্রীলঙ্কা বোর্ডের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সিরিজের প্রথম ম্যাচেই জাতীয় সঙ্গীত গাওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, India-Srilanka, National Anthem, ODI Series, জাতীয় সঙ্গীত