আজ মাহির ৩০০তম ম্যাচ, হোয়াইটওয়াশই পাখির চোখ বিরাটদের
Last Updated:
সিরিজ জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ।
#কলম্বো: সিরিজ জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সিরিজের চার নম্বর ম্যাচে কলম্বোয় দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে আত্মবিশ্বাসী কোহলির ভারত। তবে গুরুত্বহীন এই ম্যাচ আরও একটা কারণে স্পেশ্যাল। ট্রিপল সেঞ্চুরির দোরগোড়ায় মহেন্দ্র সিং ধোনি।
ষষ্ঠ ভারতীয় হিসেবে লক্ষ্মীবারে নীল জার্সিতে ৩০০তম একদিনের ম্যাচে নামবেন মাহি। সমালোচকদের যোগ্য জবাব দিয়ে শেষ দুটো ম্যাচে ম্যাচ জেতানো পারফরম্যান্স এসেছে তাঁর ব্যাট থেকে। পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত কোচ-অধিনায়কের। সুযোগ পেতে পারেন রাহানে, কুলদীপ, মণীশ পান্ডে, শার্দুল ঠাকুররা। বাদ পড়তে পারেন টানা ব্যর্থ হওয়া কেদার যাদব।
এদিকে পরপর হারে পিঠ ঠেকে গিয়েছে লঙ্কা-বাহিনীর। আর চোট-আঘাতে ছিটকে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। করুণের থেকেও করুণতম হাল শ্রীলঙ্কান দলের। চোটের জন্য সিরিজের বাইরে চান্দিমল ও কাপুগেদারা। কলম্বোয় অধিনায়ক মালিঙ্গা। দলে এসেছেন ধনঞ্জয় ডিসিলভা ও দিলশম মুনাউইরা।
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2017 12:45 PM IST