Mohammed Siraj: বড় মনের পরিচয় দিয়ে মন জিতে নিলেন সিরাজ, এমন কাজ করলেন স্যালুট জানাবেন আপনিও

Last Updated:

Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের স্পেল করলেন মহম্মদ সিরাজ। সিরাজের আগুনে বোলিংয়ে সামনে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া সের ভারত। ৭ ওভারে ২১ রান, ১টি মেডেন, ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। জিতে নিলেন মনও।

মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজ
কলম্বো: এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের আগুনে স্পেল ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেক দিন। ৭ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড নিজের পকেটে পুরেছেন ভারতের তরুণ তারকা পেসার। কিন্তু ম্যাচ শেষে যে কাজটা করলেন মহম্মদ সিরাজ তাতে তাঁর প্রতি সম্মান অনেক বেড়ে গেল ফ্যানেদের। সকলের মন জিতে নিলেন এশিয়া কাপ ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ।
২২ গজে যেমন আগুন ঝরান, ব্যাটারদের সঙ্গে চোখে চোখ লড়াই করেন, মাঠে আগ্রাসন দেখাতেও পিছ পা হননা তিনি। সেই সিরাজ কতটা বড় ও নরম মনের মানুষ তা প্রমাণ করে দিলেন ফাইনাল শেষে। ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার ফলে যে আর্থিক পুরস্কার পেয়েছিলেন মহম্মদ সিরাজ তা মাঠকর্মীদের দেওয়ার সিদ্ধান্ত নেন। মহম্মদ সিরাজ পুরস্কার নেওয়ার সময় বলেন,”এই টাকা আমা মাঠকর্মীদের দিতে চাই। আমি জানি এটা তাদের পরিশ্রমের কাছে কিছুই না। কিন্তু তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে এটা ওদের প্রাপ্য।”
advertisement
মহম্মদ সিরাজের এই ঘোষণার পর মাঠে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে কুর্নিশ জানায় এই সিদ্ধান্তকে। মাঠকর্মীদের মুখে দেখা যায় হাসি। ভারতীয় দলও স্বাগত জানায় মহম্মদ সিরাজের এই সিদ্ধান্তকে। ঘোষণা করার সময় আবেগপ্রবন দেখায় মহম্মদ সিরাজকেও। এবার এশিয়া কাপে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রম না থাকলেও প্রতিযো সম্পূর্ণ করা সত্যিই অসম্ভব ছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Siraj: বড় মনের পরিচয় দিয়ে মন জিতে নিলেন সিরাজ, এমন কাজ করলেন স্যালুট জানাবেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement