India vs South Africa: ফাইনালে উঠে কাঁদলেন নেতা রোহিত, বর্তমানকে সামলালেন প্রাক্তন, মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত

Last Updated:

India vs South Africa T20 World Cup 2024 Final: বদলার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ২০২২-এর বদলা নিয়ে আবেগে ভাসলেন রোহিত শর্মা। অধিনায়কের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি।

রোহিত-কোহলি
রোহিত-কোহলি
গায়ানা: ২০২২-এর অ্যাডিলেডের সেই রাত এখনও ভুলতে পারেননি তিনি। এমনই এক টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় জানাতে হয়েছিল ট্রফি জয়ের স্বপ্নকে। মনের ভিতর ক্ষতটা যে কতটা দগদগে ছিল এতদিন তা বোঝা গেল গায়ানায়। আরও টি-২০ বিশ্বকাপের ফাইনালে সেই ইংল্যান্ডকে হারিয়েই বৃত্ত সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। ম্যাচ শেষে চোখের জলও বাঁধ মানল না ভারত অধিনায়কের।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। খেলেছেন ঝকঝকে ৩৯ বলে ৫৭ রানের ইনিংস। সূর্যকুমারের যাদবের সঙ্গে ৭৩ রানের পার্টনারশিপটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। ১৭১ রান এই পিচে করা যে খুব একটা সোজা নয় তা ভালই বুঝতে পেরেছিলেন হিটম্যান। বাকি কাজটা করে দেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহের। ৬৮ রানে ম্যাচে জিতে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত।
advertisement
advertisement
ম্যাচ শেষ ভারতীয় ক্রিকেটাররা যখন সাজঘরে ঢুকছেন তখনই বাইরের একটি চেয়ারে বসে পড়েন রোহিত শর্মা। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তারপর যা দেখলেন তা আবেগ ছুঁয়ে গেল সকলের। সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। যিনি নিজে এই বিশ্বকাপে চরম ব্যর্থ। মুখ কালো করে বসে থাকতে দেখা গিয়েছে। সেই কোহলিই রোহিতের কাছে এসে তাঁকে হাসানোর চেষ্টা করছেন। কোহলির চেষ্টা হাসি দেখা গেল রোহিতের মুখে। রোহিত-কোহলির সম্পর্কের তিক্ততা নিয়ে নানা জল্পনা থাকলেও এই দৃশ্য মন ছুঁয়ে যায় সকলের।
advertisement
এই ভারতীয় দল যে কতটা আলাদা তা এবারের টুর্নামেন্টে বারবার প্রমাণতি হয়েছে। এই দল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত তারকারা ফর্মে ধারেকাছে না থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে জানে। এই দল জানে ২২ গজের বদলা ২২ গজেই কী করে নিতে হয়। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতবছরের ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিয়েছে। এই দল ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। এবার শুধু সামনে প্রোটিয়ারা। ২০০৭-এর সেই রাত ফিরবে ২০২৪-এ। অপেক্ষায় ১৫০ কোটির দেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ফাইনালে উঠে কাঁদলেন নেতা রোহিত, বর্তমানকে সামলালেন প্রাক্তন, মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement