হার্দিকের কামব্যাক, ধোনিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা

Last Updated:

ধোনি নয় পন্থেই আস্থা রাখলেন নির্বাচকরা ৷ মহেন্দ্র সিং ধোনিকে বাদ রেখেই ভারতের টি-টোয়েন্টি দলের ঘোষণা ৷

#মুম্বই: যা আশঙ্কা ছিল সেটাই সত্যি হল ৷ ধোনি নয় পন্থেই আস্থা রাখলেন নির্বাচকরা ৷ মহেন্দ্র সিং ধোনিকে বাদ রেখেই ভারতের টি-টোয়েন্টি দলের ঘোষণা ৷ দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া ৷ অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও দলে রয়েছেন, কেএল রাহুল, শিখর ধাওয়ান, মনীশ পান্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদীপ সাইনি ৷ ফিরলেন হার্দিক পান্ডিয়া ৷ ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে সুযোগ পাননি বুমরাহও ৷
ভারতের প্রাক্তন অধিনায়ক দল থেকে বাদ দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষকের ভূমিকা নেবেন ঋষভ পন্থ ৷ আগামী বছরই অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ সেটা মাথায় রেখে ঋষভকেই সুযোগ নির্বাচকদের ৷ বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, ‘‘ বিশ্বকাপের আগে মাত্র ২২টা টি টোয়েন্টি খেলবে ভারত ৷ তাই সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দলের নির্বাচন ৷ ’’  ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টিতে ভারতের যে দল খেলতে নেমেছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রায় সেই একই দল রেখে দেওয়া হল ৷  নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছাড়া আপাতত কঠিন কোনও সিরিজ নেই বিরাটদের। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে বিরাটরা খেলবেন বাংলাদেশ, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে । এই তিন দলের বিরুদ্ধে ধোনি কি খেলবেন ? না কি একেবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরবেন ? না ক্যাপ্টেন কুলের মাথায় ঘুরছে অন্য কিছু ? সেই উত্তর একমাত্র তিনিই দিতে পারেন।
advertisement
আগামী ১৫ সেপ্টেম্বর ধরমশালায় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ ৷ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালিতে ও ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
হার্দিকের কামব্যাক, ধোনিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement