হার্দিকের কামব্যাক, ধোনিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা
Last Updated:
ধোনি নয় পন্থেই আস্থা রাখলেন নির্বাচকরা ৷ মহেন্দ্র সিং ধোনিকে বাদ রেখেই ভারতের টি-টোয়েন্টি দলের ঘোষণা ৷
#মুম্বই: যা আশঙ্কা ছিল সেটাই সত্যি হল ৷ ধোনি নয় পন্থেই আস্থা রাখলেন নির্বাচকরা ৷ মহেন্দ্র সিং ধোনিকে বাদ রেখেই ভারতের টি-টোয়েন্টি দলের ঘোষণা ৷ দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া ৷ অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও দলে রয়েছেন, কেএল রাহুল, শিখর ধাওয়ান, মনীশ পান্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদীপ সাইনি ৷ ফিরলেন হার্দিক পান্ডিয়া ৷ ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে সুযোগ পাননি বুমরাহও ৷
ভারতের প্রাক্তন অধিনায়ক দল থেকে বাদ দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষকের ভূমিকা নেবেন ঋষভ পন্থ ৷ আগামী বছরই অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ সেটা মাথায় রেখে ঋষভকেই সুযোগ নির্বাচকদের ৷ বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, ‘‘ বিশ্বকাপের আগে মাত্র ২২টা টি টোয়েন্টি খেলবে ভারত ৷ তাই সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দলের নির্বাচন ৷ ’’ ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টিতে ভারতের যে দল খেলতে নেমেছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রায় সেই একই দল রেখে দেওয়া হল ৷ নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছাড়া আপাতত কঠিন কোনও সিরিজ নেই বিরাটদের। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে বিরাটরা খেলবেন বাংলাদেশ, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে । এই তিন দলের বিরুদ্ধে ধোনি কি খেলবেন ? না কি একেবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরবেন ? না ক্যাপ্টেন কুলের মাথায় ঘুরছে অন্য কিছু ? সেই উত্তর একমাত্র তিনিই দিতে পারেন।
advertisement
আগামী ১৫ সেপ্টেম্বর ধরমশালায় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ ৷ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালিতে ও ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ৷
advertisement
India’s squad for 3 T20Is against South Africa: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas, Manish Pandey, Rishabh Pant (WK), Hardik Pandya, Ravindra Jadeja, Krunal Pandya, Washington Sundar, Rahul Chahar, Khaleel Ahmed, Deepak Chahar, Navdeep Saini#INDvSA
— BCCI (@BCCI) August 29, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2019 10:29 PM IST