Ind vs SA, World Cup 2019: রোহিতের দুরন্ত সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হেলায় ৬ উইকেটে হারাল ভারত
Last Updated:
#সাউদাম্পটন: রোজ বোলে রো-হিট। দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু বিরাটের ভারতের। ১৪৪ বলে ১২২ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন রোহিত শর্মা। এদিনের ইনিংস ‘হিটম্যান’ সুলভ না হলেও, দলকে জেতানোর জন্য রোহিত শর্মার এই শতরান অবশ্যই সুপারহিট ৷