কেপ টাউনে সম্ভবত ডেল স্টেইনকে খেলতে হচ্ছে না কোহলিদের
Last Updated:
প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না দক্ষিণ আফ্রিকার সেরা পেস অস্ত্র ডেল স্টেইন।
#কেপ টাউন: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ৷ কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ টেস্ট শুরুর আগে অবশ্য বিরাটরা একটা খবরের জন্য কিছুটা স্বস্তি পেতেই পারেন ৷ সেটা হল প্রথম টেস্টের দু’দিন আগেও অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার এক নম্বর পেসার ডেল স্টেইন ৷ চোট সারিয়ে সদ্য ফেরা স্টেইনকে সরাসরি টেস্ট খেলতে নামানোটা ঝুঁকির হয়ে যেতে পারে বলে মনে করছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ৷
ডেভিলিয়ার্সদের কোচ ওটিস গিবসন শুক্রবার বলেন, ‘‘ স্টেইন ফিট রয়েছে। কিন্তু বলতে পারছি না ওকে আপনারা এই সপ্তাহে মাঠে দেখতে পাবেন কি না।’’
দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক এমনিতেই যথেষ্ট শক্তিশালী ৷ ডেল স্টেইন ছাড়াও দলে রয়েছেন মর্নি মর্কেল, কাগিসো রাবাদা , ভার্নন ফিল্যান্ডারের মতো তারকা পেসাররা ৷ তাই তিন পেসার এক স্পিনারের ছকে খেললে আপাতত স্টেইনকে বসানোর কথাই ভাবছে প্রোটিয়ারা ৷
advertisement
advertisement
গিবসন এদিন আরও বলেন, ‘‘ আমাদের তিন পেসারে নামতে হবে। সঙ্গে একজন স্পিনার। স্টেইনকে এই তিনজনের মধ্যে নেওয়ার মতো অবস্থা আছে কি না বলতে পারছি না। কারণ, ও এক বছর মাঠের বাইরে ছিল। ও যদি পুরো ম্যাচ খেলতে না পারে, তখন সমস্যা হবে। তার মানে বলছি না যে ও পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ঝুঁকি নিতে চাই না।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2018 1:50 PM IST