বুধবার ভারত-পাকিস্তান! ব্লকবাস্টার ম্যাচ ক'টায়! দেখবেন কোথায়? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India-Pakistan Hockey: আগামিকাল ভারত-পাকিস্তান ম্যাচ। কোথায় দেখবেন জেনে নিন।
চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩ বর্তমানে ভারতে খেলা হচ্ছে। আগামী ৯ অগাস্ট বুধবার এই টুর্নামেন্টে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND vs PAK Hockey Match)।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ম্যাচ। জেনে নিন, এই ম্যাচটি কখন হবে, কোথায় এটি সরাসরি বা অনলাইন স্ট্রিমিং-এর মাধ্যমে সম্প্রচার করা হবে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন ভক্তরা। অনলাইন স্ট্রিমিং ফ্যানকোডে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- সিদ্ধান্ত বদল ! অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরছেন মনোজ তিওয়ারি
ভারত ও পাকিস্তান হকিতে ১৭৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৮২টি এবং ভারতীয় দল জিতেছে ৬৪টি ম্যাচে। ৩২টি ম্যাচ ড্র হয়েছে।
ভারতের হকি দল
গোলকিপার: পিআর শ্রীজেশ, কৃষ্ণ বাহাদুর পাঠক
ডিফেন্ডার: জার্মানপ্রীত সিং, সুমিত, জুগরাজ সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস
advertisement
মিডফিল্ডার: হার্দিক সিং (সহ-অধিনায়ক), বিবেক সাগর প্রসাদ, মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং
ফরোয়ার্ড: আকাশদীপ সিং, মনদীপ সিং, গুরজন্ত সিং, সুখজিৎ সিং, এস কার্তি।
স্টার স্পোর্টস ফার্স্ট এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি-তে ভারত এবং পাকিস্তানের মধ্যেম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান দলের মধ্যে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টা থেকে।
advertisement
আরও পড়ুন- ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর প্রেগন্যান্ট স্ত্রী, কলকাতায় চিন্তায় বাবলু’দা
ফ্যানকোড অ্যাপে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 6:38 PM IST