৩০ সেপ্টেম্বর আবার ভারত-পাকিস্তান! পুজোর আগেই বড় ম্যাচ, টানটান উত্তেজনা

Last Updated:

Ind vs Pak in Asian games: সেপ্টেম্বর মাসের শেষ দিন আবার ভারত-পাকিস্তান! বড় ম্যাচের আপডেট জেনে নিন।

কলকাতা: এশিয়ান গেমস ২০২৩ চিনের হাংচৌ শহরে আয়োজিত হতে চলেছে। ভারতীয় হকি দল এই টুর্নামেন্টে অংশ নিতে রওনা দিয়েছে ইতিমধ্যে। চলতি মাসের ৩০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা।
ভারতের পুরুষ হকি দলকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। ২৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল অভিযান শুরু করবে। ভারতকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানের সাথে পুল এ-তে রাখা হয়েছে।
পুল বি-তে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চিন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। প্রতিটি পুলের শীর্ষে থাকা ২টি দল সেমিফাইনালে উঠবে।
advertisement
advertisement
আরও পড়ুন- Virat Kohli: বউ-মেয়ে নয়! কার জন্য বিশ্বকাপ জিততে চান? জানিয়ে দিলেন বিরাট কোহলি
হরমনপ্রীত সিং আবার দলের অধিনায়ক। হার্দিক সিং সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন। হরমনপ্রীত বলছিলেন, ‘দল এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে খামতি রাখেনি। আমরা সম্প্রতি চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল পারফর্ম করেছি। তবে এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হব। দল আত্মবিশ্বাসী।
advertisement
ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের আগে কঠিন অনুশীলন করেছি। আমরা মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে ভাল পরিস্থিতিতে আছি।
উজবেকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের পর ভারতীয় দল ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ২৮ সেপ্টেম্বর জাপান এবং ৩০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল।
advertisement
ভারতীয় দলে রয়েছেন গোলকিপার পিআর শ্রীজেশ ও কৃষ্ণা পাঠক। বরুণ কুমার, অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং এবং সঞ্জয় ডিফেন্স লাইনের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন- এই সপ্তাহেই ‘বিশ্বসেরা’ হবে টিম ইন্ডিয়া! বিশ্বকাপের আগেই মিলতে পারে সুখবর
মিডফিল্ডে রয়েছেন নীলকান্ত শর্মা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, সুমিত এবং শমসের সিং। ফরোয়ার্ড লাইনে অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং এবং ললিত কুমার উপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৩০ সেপ্টেম্বর আবার ভারত-পাকিস্তান! পুজোর আগেই বড় ম্যাচ, টানটান উত্তেজনা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement