রাঁচি: একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার লড়াই টি-২০-র। রাঁচিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হার্দিক পান্ডিয়া ও মিচেল স্যান্টনারের দল। একদিকে ওডিআই সিরিজের জয়ের ধরা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ভারত। অপরদিকে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত কিউইরা। রাঁচিতে টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
রাতের খেলা হওয়ার রাঁচিতে শিশির একটা ফ্যাক্টর হতে পারে। প্রথম দিকে ফ্রেশ উইকেটে বোলাররা কিছুটা সুবিধা পেয়ে থাকে। একইসঙ্গে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে শিশির সমস্যা বাড়বে। তখন বোলারদের বল করতে সমস্যা বাড়ে। বিশেষ করে স্পিনারদের। শিশির পড়ায় উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। সেই কারণেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে পৃথ্বি শ সুযোগ পান কিনা ও কুলচা জুটিকে দেখা যায় কিনা সেটাই দেখার ছিল। হার্দিক পান্ডিয়া আগেই জানিয়েছিলেন পৃথ্বি শ ওপেনিংয়ে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি। যুজবেন্দ্র চাহলও সুযোগ পাননি দলে। ওপেনিংয়ে স্বাভাবিক পছন্দ শুবমান গিল, ইশান কিশান। মিডিল অর্ডারে রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা। অলরাউন্ডার হিসেবে খেলেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। এছাড়া বোলিং বিভাদে কুলদীপ যাদব, শিবম মাভি, উমরান মালিক ও অর্শদীপ সিং।
এক নজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে ভারতের প্রথম একাদশ: শুভমন গিল, ইশান কিষাণ, রাহুল ত্রীপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, কুলদীপ যাদব।
এক নজরে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্ক চাম্পম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রাসওয়েল, মিচেল সান্টনার (অধিনায়ক), ইশ সোধি. জেকব ডাফি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, India vs New Zealand, Ranchi, T20