India vs New Zealand, 2nd ODI: ‘কুলচা’ ভেল্কিতে কুপোকাৎ কিউরা, ৯০ রানে জয়ী ভারত

Last Updated:
ভারত: ৩২৪/৪, নিউজিল্যান্ড: ২৩৪ ( ৪০.২ ওভার)
ভারত জয়ী ৯০ রানে
ম্যান অফ দ্য ম্যাচ: রোহিত শর্মা
advertisement
মাউন্ট মঙ্গানুই: টিম ইন্ডিয়াকে থামানো যাচ্ছে না ৷ অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের মাটিতেও জয়ের ধারা অব্যাহত কোহলি ব্রিগেডের ৷ নেপিয়ারে গত ম্যাচের পর শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হাসতে হাসতে কিউই বধ ভারতের ৷ ৩২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানেই গুটিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা ৷ নিউজিল্যান্ডের ইনিংস এদিন স্থায়ী হল মাত্র ৪০.২ ওভার ৷
advertisement
জয়ের ভিতটা এদিন গড়ে দিয়েছিলেন রোহিত-ধোনিরাই ৷ ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ৩২৪ রান তোলার পর বে ওভালে বাকী কাজটা সারলেন ভারতীয় স্পিনাররা ৷ উইকেট নেওয়াটা এখন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাইট রাইডার্স তারকা কুলদীপ যাদব ৷ চায়নাম্যানের ভেল্কির কোনও জবাবই যেন নেই ব্যাটসম্যানদের কাছে ৷ এদিনও ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়ে কুলদীপের ঝুলিতে এল চারটি উইকেট ৷ চাহাল পান ২টি উইকেট ৷ দুই স্পিনারের পাশাপাশি বাকী ভারতীয় বোলারদের অবদানের কথাও এদিন অবশ্য ভুললে হবে না ৷ ভুবনেশ্বর ২টি এবং একটি করে উইকেট পান শামি এবং কেদার যাদব ৷
advertisement
৩২৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না ব্ল্যাক ক্যাপসরা। নিয়মিত উইকেট পড়তে থাকে তাদের। মাঝের ওভারগুলোয়  ভয়ঙ্কর হয়ে ওঠেন কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের হয়ে লড়েন একমাত্র ডাগ ব্রেসওয়েল। আট নম্বরে নেমে তিনি করেন ৫৭ রান। ল্যাথাম (৩৪) এবং মুনরো করেন ৩১ রান ৷ ৪০.২ ওভারেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের যাবতীয় চ্যালেঞ্জ ৷ এই জয়ের ফলে পাঁচ ম্যাচের  সিরিজে এখন ০-২ ব্যবধানে এগিয়ে গেলেন কোহলিরা ৷ তৃতীয় ওয়ান ডে আগামী ২৮ জানুয়ারি খেলা হবে এই মাঠেই ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand, 2nd ODI: ‘কুলচা’ ভেল্কিতে কুপোকাৎ কিউরা, ৯০ রানে জয়ী ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement