India vs New Zealand: নিউজিল্যান্ডের সামনে ৩২৫ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া
Last Updated:
ভারত: ৩২৪/৪ ( ৫০ ওভার)
ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন----- লাইভ স্কোর
#মাউন্ট মঙ্গানুই : নেপিয়ারের পর মাউন্ট মঙ্গানুইতেও দুরন্ত ফর্ম বজায় রাখলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ দুই ওপেনার ধাওয়ান (৬৬) ও রোহিত শর্মা (৮৭)-র পাশাপাশি এদিন সফল ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা ৷ অধিনায়ক কোহলি (৪৩) অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেও রান পেয়েছেন বাকীরাও ৷
advertisement
Innings Break
A clinical batting performance from #TeamIndia as they post a total of 324/4 for the @BLACKCAPS to chase. What's your prediction for the same? https://t.co/Wqno8X4OHs #NZvIND pic.twitter.com/hGKUfa3P3T — BCCI (@BCCI) January 26, 2019
advertisement
চার নম্বরে নামা রায়াডু (৪৭) আউট হওয়ার পর দলের স্কোরকে তিনশো-র গণ্ডী টপকাতে এদিন সাহায্য করেন ধোনি-কেদার জুটি ৷ দু’জনেই শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷ মাহির ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের দৌলতেই নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান ৷ রান পেয়েছেন কেদার যাদবও ৷ শেষ দিকে চালিয়ে খেলে ১০ বলে ২২ রান করেন তিনি ৷ মাহিরা ৫টি চার এবং ১টি ছক্কার পাশাপাশি কেদার যাদব ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ৷ নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে এদিন দুটি করে উইকেট পেয়েছেন বোল্ট এবং ফার্গুসন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2019 11:07 AM IST