কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ, টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ উইলিয়ামসনের

Last Updated:

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ম্যাচ টস ভাগ্য সাথ দিল না টিম ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।

#বে ওভাল: ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচ জিতে ৩ ম্যাচে সিরিজে এগিযে যাওয়াই লক্ষ্য হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের। বে ওভালে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারত অধিনায়কের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেন উইলিয়ামসন। সতেজ উইকেটের সুবিধা যাতে দলের পেসাররা পায় সেই কারণেই বোলিং করার সিদ্ধান্ত কিউইদেরষ অপরদিকে, টস হারলেও বড় টার্গেট দেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
এই সিরিজে ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলের প্রথম একাদশে ওপেনিংয়ে রয়েছেন ইশান কিশান ও ঋষভ পন্থ। এছাড়া দলের মিডল অর্ডারে খেলছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়র ও দীপক হুডা। দলে দুজন অলরাউন্ডার রয়েছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন ওয়াশিংটন সুন্দর। দলে রয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। দলের তিন পেসার হলেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।
advertisement
অপরদিকে, নিউজল্যান্ড দলের প্রথম একাদশে ওপেনিংয়ে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। মিডল অর্ডারে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও ডায়ার্ল মিচেল। প্রয়োজনে বলও করে থাকেন মিচেল। দলে মিডিয়াম পেসার অলরাউন্ডার হিসেবে রয়েছেন জিমি নিশাম ও স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন মিচেল স্যান্টনার। প্রথম একাদশে রয়েছেন লেগ স্পিনার ইশ শোধি। এছাড়া ৩ পেসার হলেন টিম সাউদি, অ্যাডাম মিলনে ওলকি ফার্গুসন।
advertisement
advertisement
প্রসঙ্গত, শেষবার নিউজ্ল্যান্ড সফরে গিয়ে টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। তবে তরুণ দল নিয়ে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ, টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ উইলিয়ামসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement