CWC 2019: বিশ্বকাপ ফাইনালে উঠবে কোন দুই দল ? জেনে নিন লক্ষ্মণের ভবিষ্যদ্বাণী
Last Updated:
#বার্মিংহ্যাম: টানটান জায়গায় বিশ্বকাপের শেষ চারের লড়াই। নতুন লর্ডসে ২০০৩-এর ফাইনালের রিপিট হবে। ভবিষ্যদ্বাণী ভিভিএস লক্ষ্মণের। বুমরাহ-শামি-ভুবি সম্বলিত পেস অ্যাটাককেই এই মুহূর্তের সেরা পেস অ্যাটাক বাছছেন ভিভিএস। তবে মিডল ওভারে ধোনির ব্যাটিং নিয়ে বিরক্ত লক্ষ্মণ।
ভারতের শেষ চারে ওঠা নেহাতই সময়ের অপেক্ষা। এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল। বিরাটের টিম ইন্ডিয়াকেই বিশ্বকাপ ফাইনালে দেখছেন বিখ্যাত ফ্যাব ফোরের অন্যতম। লক্ষ্মণের ভবিষ্যদ্বাণী, ‘‘লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া ৷’’
তবে ধোনির ব্যাটিং নিয়ে বিরক্ত ভিভিএস। তাঁর মন্তব্য, মাহি দারুণ ক্রিকেটার, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু মিডল ওভারে ধোনিকে আরও বেশি করে স্ট্রাইক রোটেট করতে হবে ৷
advertisement
advertisement
ভুবি-শামি-বুমরাহ ত্রয়ীকে এই মুহূর্তের সেরা পেস অ্যাটাক বলছেন অনেকেই। তাদের সঙ্গে গলা মিলিয়ে লক্ষ্ণণের দাবি, শামি ও বুমরাহ যখন একসঙ্গে বল করছেন, তখন ভারতীয় বোলিংকে আরও বেশি ধারাল মনে হচ্ছে। ভুবিকেও আরও বেশি ক্ষুরধার মনে হচ্ছে ৷
২০০৩-এ ওয়ান্ডারার্সে স্বপ্ন ভেঙেছিল সৌরভের ভারতের। তবে বিরাটের টিম ইন্ডিয়ার ক্ষমতা রয়েছে কাপ জেতার। মনে করছেন প্রাক্তনরা।
Location :
First Published :
June 30, 2019 3:00 PM IST