বিশ্বকাপ ফাইনালে টস জিতল ভারত, ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ শেফালি ভার্মার

Last Updated:

আইসিসির মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মহারণ। মেগা ম্যাচে ভারতের প্রতিপক্ষ অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

India vs England
India vs England
সেনওয়েস পার্ক: মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌছায় মহিলা টিম ইন্ডিয়া। আজ ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি শেফাবি ভার্মার দলের। অপরদিকে, অস্ট্রেলিয়াকে ফাইনালের টিকিট পাকা করে ইংল্যান্ড। মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দিয়েছে ভারতীয় দলের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা।
দক্ষিণ আফ্রিকার সেনওয়েস পার্কের উইকেটে বোলারদের জন্য সুবিধা রয়েছে। ফ্রেশ উইকেটে ভারতীয় বোলররা যাতে বাড়কি সুবিধা নিতে পারে সেই কারণেই টস জতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এছাড়া প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রেখে রান তাড়া করার রণনীতি সাজাতেই ইংল্যান্ড দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন শেফালি ভার্মা। ভারতের মহিলা ক্রিকেটে প্রথম কোনও আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর শেফালি ভার্মা, শ্বেসা শেরাওয়াত, রিচা ঘোষরা।
advertisement
মেগা ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছে ওপেনিংয়ে শ্বেতা শেরাওয়াত, শেফালি ভার্মা। মিডিল অর্ডারে সোম্যা তিওয়ারি, গঙ্গোরি তৃষা, রিচা ঘোষ, ঋষিতা বাসু। এছাড়া দলের বোলিং অ্যাটাকের স্পিন বিভাগের দায়িত্বে রয়েছে দুরন্ত ফর্মে থাকা পর্শভী চোপড়া ও মন্নত কাশ্যপ। এছাড়া দলের পেস অ্যাটাকে রয়েছেন তিতাস সাধু ও অর্চনা দেবী।
advertisement
প্রসঙ্গত, রবিবাসরীয় ফাইনাল শুধুমাত্র ভারতের অনুর্ধ্ব ১৯ দলের মেয়েদের কাছেই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের কাছে ভাগ্যের চাকা নিজেদের পক্ষে ঘোরানোর লড়াই। কারণ এর আগে আইসিসি ট্রফিতে ভারতীয় মহিলা দলে ফাইনালের ট্র্যাক রকের্ড মোটেই সুখের নয়। একদিনের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপের ফাইনালে একাধিকবার পৌছলেও ট্রফি ঘোরে আসেনি। সন্তষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে। ফলে আদ শেফালির ভার্মার দলের দিকে তাকিয়ে গোটা দেশ।
advertisement
প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডই। মাত্র ৯ রানে হার ভারতের। এ খানেই শেষ নয়। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে ওঠে ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এমনকী কমনওয়েল গেমসের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতের মেয়েদর।
advertisement
তবে অতীতকে মাথায় রেখে আজকের মেগা ম্যাচে নামতে নারাজ শেফালি ভার্মা, শ্বেস শেরাওয়াতরা। হার-জিতের বিষয় নিশ্চিৎভাবে কেউই কোনওদিন বলতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স শক্তি হলেও দলগত সংহতিতেই ব্রিটিশ বধ করতে চাইছে ভারতীয় দল।
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফাইনালে টস জিতল ভারত, ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ শেফালি ভার্মার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement