India vs England Pink ball Test: শেষ দু'টি টেস্টে দলে উমেশ যাদব

Last Updated:

মাঠে নামার জন্য একদম ম্যাচ ফিট উমেশ যাদব (Umesh Yadav)৷ গত রবিবার ভারতীয় পেসার মোতেরায় ফিটনেস টেস্টে পাস করেছেন৷ ফলে তাঁকে দলে নিতে আর কোনও সমস্যা রইল না৷

#আহমেদাবাদ: মাঠে নামার জন্য একদম ম্যাচ ফিট উমেশ যাদব (Umesh Yadav)৷ গত রবিবার ভারতীয় পেসার মোতেরায় ফিটনেস টেস্টে পাস করেছেন৷ ফলে তাঁকে দলে নিতে আর কোনও সমস্যা রইল না৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের (India vs England Test series) শেষ দু'টি ম্যাচে উমেশকে ১৮ সদস্যের স্কোয়াডে নিল টিম ইন্ডিয়া৷ সোমবার সন্ধ্যায় প্রেস বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ৷ একই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে যে, আসন্ন বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) জন্য ছেড়ে দেওয়া হয়েছে তরুণ পেসার শার্দুল ঠাকুরকে (Shardul Thakur)৷
২৪ ফেব্রুয়ারি থেকে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হবে গোলাপি বলে দিন-রাতের টেস্ট৷ একথা নিশ্চিত ভাবেই বলা যায় যে, উমেশের রিভার্স সুইং ও ঘরের গোলাপি বলের অভিজ্ঞতাকে মাথায় রেখেই টিম ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে রাখবে৷ দু'বছর আগে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের গোলাপি বলের টেস্ট হয়েছিল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে৷ সেই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ইশান্ত শর্মা (Ishant Sharma) ও উমেশ যাদব। দুই ভারতীয় ফাস্ট বোলার ওই টেস্টে যথাক্রমে ৯ ও ৮ উইকেট নিয়েছিলেন। ফলে জো রুটদের বিরুদ্ধে ইশান্ত-উমেশ ও জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়েই পেস ব্রিগেড সাজাবে ভারত৷
advertisement
advertisement
শেষ দু'টি টেস্টে ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (Virat Kohli, Captain), রোহিত শর্মা (Rohit Sharma), ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), শুভমান গিল (Shubman Gill), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane, vice-captain), কেএল রাহুল (KL Rahul), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ঋষভ পন্থ (Rishabh Pant, wicket-keeper), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha, wicket-keeper), আর অশ্বিন (R Ashwin), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), ইশান্ত শর্মা (Ishant Sharma), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Md. Siraj) এবং উমেশ যাদব (Umesh Yadav)
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England Pink ball Test: শেষ দু'টি টেস্টে দলে উমেশ যাদব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement