অসংখ্য সুযোগ নষ্ট, হকি বিশ্বকাপে ইংরেজদের হারাতে পারল না ভারতীয় দল

Last Updated:

India vs England Hockey world cup: সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারল না ভারতীয় হকি দল।

ভুবনেশ্বর: টোকিও অলিম্পিকের পর ভারতীয় দলকে নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তাই ঘরের মাঠে ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।
গত বছর ভারত ও ইংল্যান্ড মোট তিনবার মুখোমুখি হয়েছে। কমনওয়েলথ গেমসের গ্রুপ লিগের ম্যাচ ৪-৪ গোলে শেষ হয়। তারপর প্রো লিগের প্রথম লেগের ফল ৩-৩। দ্বিতীয় লেগে ভারত জেতে ৪-৩ ব্যবধানে।
বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গ্রাহাম রিড। তাঁর কথায়, স্পেনের বিরুদ্ধে ছেলেরা ভালো খেলেছে। বিশেষ করে ডিফেন্ডাররা নির্ভরতা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স আশা করছি।
advertisement
advertisement
আরও পড়ুন- বিরাট কোহলি, রোহিত শর্মার পড়াশোনা কত দূর? তাঁদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা বেশি!
হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে আত্মতুষ্ট নয় ভারত। বরং সতর্ক কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা স্পেনের থেকেও শক্তিশালী দল।
র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড (৫) আমাদের থেকে এক ধাপ এগিয়ে। কমনওয়েলথ গেমসেই বুঝতে পেরেছি, ইংল্যান্ড কতটা কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জিতলে কোয়ার্টার-ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাব।
advertisement
রউরকেলার বিরসা মুন্ডা স্টেডিয়ামে শুরু থেকেই ছিল ভারতের জন্য দিলখোলা সমর্থন। তবে শুরু থেকে বলের দখল বেশি ছিল ইংল্যান্ডের। পেনাল্টি কর্নার আদায় করার ক্ষেত্রেও এগিয়েছিল ইংলিশরা। কিন্তু ভারতের মনপ্রীত এবং অমিত রোহিদাস গোল হতে দেননি।
তবে সার্কেল পেনিটেশন করার ক্ষেত্রে এগিয়েছিল ভারত। কিন্তু বক্সের মধ্যে ফিনিশিং হচ্ছিল না বোঝাপড়ার অভাবে। দেখার ছিল শেষ দুটি কোয়াটারে ভারত নিজেদের খেলার স্টাইল বদলাতে পারে কিনা।
advertisement
নীলকান্ত, অভিষেক, ললিত, হার্দিক, আকাশরা বেশ কয়েকবার আক্রমণ চালালেন বটে, কিন্তু কিছুতেই কাজের কাজ হচ্ছিল না। স্কোরিং পজিশনে বল পেয়েও একাধিক মিস করলেন মনদীপ।
এত গুরুত্বপূর্ণ ম্যাচে এসব সুযোগ কাজে লাগাতে হয়। তবে ভারতের ভাগ্য খারাপ। চোট পাওয়ার ফলে শেষ কয়েক মিনিট খেলতে পারলেন না হার্দিক।
আরও পড়ুন- সচিনের একের পর এক রেকর্ড ভাঙছেন বিরাট, কোথায় থামবেন কিং কোহলি
সবুজ কার্ড দেখার পর বেরিয়ে যেতে হল অমিতকেও। একদম শেষ দিকে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার পেয়েছিল ইংল্যান্ড। ভারতের ভাগ্য ভাল বল পোস্টে লেগে প্রতিহত হয়।
advertisement
ম্যাচটা গোলশূন্য শেষ হলেও দুর্দান্ত একটা লড়াই দেখা গেল। দুটো দল অসাধারণ হকি খেলেছে। তবে আজ পয়েন্ট পেলে হয়তো কোয়াটার ফাইনালের দিকে কিছুটা এগিয়ে যেতে পারত ভারত। সেটা হল না।
বাংলা খবর/ খবর/খেলা/
অসংখ্য সুযোগ নষ্ট, হকি বিশ্বকাপে ইংরেজদের হারাতে পারল না ভারতীয় দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement