India vs England: শততম টেস্টের পর ট্যুইটারে আবেগপ্রবণ পোস্ট ইশান্তের

India vs England: শততম টেস্টের পর ট্যুইটারে আবেগপ্রবণ পোস্ট ইশান্তের

India vs England Ishant sharma got emotional on twitter after 100 test match

এদিন রাতে ইশান্ত দিনের ঘটে যাওয়া প্রতিটি সেরা মুহূর্তের কোলাজ বানিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইটারে৷ দিল্লির ল্যাঙ্কি পেসার তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের সঙ্গেও ছবি পোস্ট করলেন৷

 • Share this:

  #আহমেদাবাদ: একজন পেসারের পক্ষে ১০০টি টেস্ট খেলা কিন্তু মুখের কথা নয়! সেখানে ইশান্ত শর্মার (Ishant sharma)১৪ বছরের দীর্ঘ কেরিয়ারের কম চোট-আঘাত আসেনি৷ আঘাত-যন্ত্রণার ইতিহাস ভুলেই কিন্তু ইশান্ত বুধবার মাইলস্টোন লিখলেন৷ কপিল দেবের (Kapil Dev) পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেললেন৷

  বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গোলাপি বলে দিন-রাতের টেস্টে পেলেন উইকেটও৷ তবে ইশান্ত শততম টেস্ট খেলার দিনটি কোনওদিনই ভুলতে পারবেন না৷ ম্যাচের আগে তাঁর সম্মানে শুধুই গার্ড অফ অনার ছিল না৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (RamNath Kovind) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত থেকে পেলেন বিশেষ স্মারক৷

  এদিন রাতে ইশান্ত দিনের ঘটে যাওয়া প্রতিটি সেরা মুহূর্তের কোলাজ বানিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইটারে৷ দিল্লির ল্যাঙ্কি পেসার তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের সঙ্গেও ছবি পোস্ট করলেন৷ প্রতিমাও কিন্তু জাতীয় মহিলা বাস্কেটবল টিমের খেলোয়াড়৷ ইশান্ত ট্যুইটারে লিখলেন "এই মুহূর্তে নিজের আবেগ ব্যক্ত করার জন্য শব্দ অনেকটাই কম পড়ে যাবে৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, অমিত শাহজি ও প্রতিমা সিংকে আমার ধন্যবাদ৷ এর সঙ্গেই আমার টিমের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই এই সম্মান ও বিশেষ মুহূর্তের জন্য৷ সবসময় ভালবাসা আর সমর্থনের জন্য আমি ধন্য৷"

  Published by:Subhapam Saha
  First published:

  লেটেস্ট খবর