IND vs ENG: রুটের শতরানে খাদের কিনারা থেকে কামব্যাক ইংল্যান্ডের, ভারতের প্রাপ্তি আকাশ দীপ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 4th Test Day 1 Highlights: প্রথম দিনেই জমজমাট ভারত-ইংল্যান্ড রাঁচি টেস্ট। সকালে প্রথম সেশনটা ভারতীয় দলের নামে ছিল। পরে জো রুটের অনবদ্য শতরানে ঘুড়ে দাঁড়াল ইংল্যান্ড
রাঁচি: প্রথম দিনেই জমজমাট ভারত-ইংল্যান্ড রাঁচি টেস্ট। সকালে প্রথম সেশনটা ভারতীয় দলের নামে ছিল। আকাশ দীপের আগুনে স্পেল ও অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে লাঞ্চের আগেই ৫ উইকেট পড়ে যায় ব্রিটিশদের। কিন্তু পরের দুই সেশনে কামব্যাক করে ইংল্যান্ড। জো রুটের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে দিনের শেষে ভাল জায়গায় ইংল্যান্ড। ৭ উইকেট হারিয়ে বেন স্টোকসের দলের স্কোর ৩০২ রান।
রাঁচিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে অভিষেক হয় বাংলার পেসার আকাশ দীপের। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি ব্রিটিশদের। অভিষেক ম্যাচে জীবনের প্রথম স্পেলে দুরন্ত বোলিং করেন আকাশ দীপ। ইংল্যান্ডের ব্যাটিং টপ অর্ডারে জোর ধাক্কা দেন বাংলার পেসার। জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপকে সাজঘকে পাঠান আকাশ দীপ। প্রথম সেশনে অপর দুটি উইকেট নেন অশ্বিন ও জাদেজা। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ১১২ রানে ৫ উইকেট।
advertisement
দ্বিতীয় সেশন থেকে ঘুড়ে দাঁড়ায় ইংল্য়ান্ড। বাজবল ক্রিকেট ছেড়ে জো রুট ঠান্ডা মাথায় আদর্শ টেস্ট ক্রিকেটের স্টাইলে ব্যাটিং শুরু করেন। তাকে যোগ্য সঙ্গ দেন বেন ফোকস। ঠান্ডা মাথায় ব্যাটিং করে শতরানের পার্টনারশিপ করেন রুট ও ফোকস। দ্বিতীয় সেশনে একটিও উইকেট হারায়নি ইংল্য়ান্ড। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৮ রানে ৫ উইকেট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Sachin Tendulkar: ভূস্বর্গে ‘ক্রিকেট ঈশ্বর’, সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের, রইল সেরা ছবি
দিনের শেষ সেশনে রানের গতিবেগ কিছুটা বাড়ায় ইংল্যান্ড। ২২৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৪৭ রান করে মহম্মদ সিরাজের শিকার হন বেন ফোকস। এরপর টম হার্টলি ক্রিজে আসলেও বেশি সময় থাকতে পারেননি। ১৩ রান করে সিরাজের দ্বিতীয় শিকার হন তিনি। এরপর জো রুটকে সঙ্গ দেন অলি রবিনসন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন ২ জন। নিজের শতরান পূরণ করেন রুট। দিনের শেষে রুট ১০৬ ও রবিনসন ৩১ রানে অপরাজিত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 6:23 PM IST

