India vs England: '৬০০ করলেও আমরা চেস করতাম', হুঙ্কার জেমস অ্যান্ডারসনের

Last Updated:

India vs England 2nd Test: জমে উঠেছে বিশাখাপত্তনম টেস্ট। দ্বিতীয় ম্যাচ জিততে ইংল্যান্ডকে ৩৯৯ রানের টার্গেট দিয়েছে ভারত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭ রানে ১ উইকেট।

জেমস অ্যান্ডারসন (Photo Courtesy- AP)
জেমস অ্যান্ডারসন (Photo Courtesy- AP)
বিশাখাপত্তনম: জমে উঠেছে বিশাখাপত্তনম টেস্ট। দ্বিতীয় ম্যাচ জিততে ইংল্যান্ডকে ৩৯৯ রানের টার্গেট দিয়েছে ভারত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭ রানে ১ উইকেট। ম্যাচ জিততে ভারতের দরকার ৯ উইকেট আর ইংল্যান্ডরে দরকার ৩৩২ রান। ফলে চতুর্থ দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে ম্যাচের উত্তেজনা আরও বাড়ালেন ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন। ভারত ৬০০ টার্গেট দিলেও ইংল্যান্ড তাড়া করত বলে জানিয়েছেন জিমি।
যদিও এই কথা জিমির নিজের নয়। ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম দলীয় বৈঠকে এমনই বক্তব্য রেখেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া দলও যে লড়াই দিতে ও ম্যাচের জেতার জন্য মরিয়া তা স্পষ্ট করে দিয়েছেন অ্যান্ডারসন। কিংবদন্তী পেসার বলেন, “ম্যাকালাম বৈঠকে জানিয়ে দিয়েছেন ভারত যদি ৬০০ রানও করে, তবে আমরা সেই লক্ষ্যেও পৌঁছব। এটি প্রত্যেকের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন যে, আমরা লড়াই করার চেষ্টা করব। আমি জানি খেলায় এখনও ১৮০ ওভার বাকি আছে, তবে আমরা ৬০ বা ৭০ ওভারের মধ্যে এই রানটা তোলার চেষ্টা করব।”
advertisement
গত ২ বছর ধরে যে বাজবল ক্রিকেট খেলছে তা পুরো বিশ্বের কাছে সমীহ আদায় করে নিয়েছে। টেস্ট ম্যাচে এমন নির্ভীক ক্রিকেট প্রতিপক্ষ দলের মাথা ব্যাথার কারণও হয়েছে। সেই একই ধরনের ক্রিকেট খেলে প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছে বেন স্টোকসের দল। এবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছে ইংল্যান্ড। তৃতীয় দিনে মাত্র ১৪ ওভার ব্যাটিং করে ৬৭ রান করে ফেলেছে ইংল্যান্ড। ফলে বাজবল ক্রিকেটেই ভরসা রেখে সিরিজে ২-০ লিড নেওয়া লক্ষ্য ব্রিটিশদের।
advertisement
advertisement
অপরদিকে, সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর ভারতও। এখনও পর্যন্ত ম্যাচের যা পরিস্থিতি ও চতুর্থ দিনের প্রথম সেশনে যদি ২ থেকে ৩টি উইকেট আসে তাহলে ম্যাচের রাশ ভারতের হাতেই থাকবে। ম্যাচ জিততে বুমরাহ-অশ্বিনের পাশাপাশি বড় ভূমিকা নিতে হবে অক্ষর ও কুলদীপকেও। সব মিলিয়ে চতর্থ দিতে বিশাখাপত্তননে টানটান লড়া হতে চলেছে।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: '৬০০ করলেও আমরা চেস করতাম', হুঙ্কার জেমস অ্যান্ডারসনের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement