রুটের রান আউট এবং অশ্বিনের ঘূর্ণিতে বার্মিংহ্যামে ছন্দপতন ইংল্যান্ডের

Photo Courtesy: BCCI

Photo Courtesy: BCCI

  • Share this:

    ইংল্যান্ড: ২৮৫/৯ (৮৮ ওভার)

    প্রথম দিনের খেলা শেষে স্কোর

    #বার্মিংহ্যাম: আতঙ্কের এজবাস্টনে টসে হার ৷ ওপেনার অ্যালিস্টার কুক (১৩)-কে শুরুতেই প্যাভিলিয়ানে ফেরাতে পারলেও খেলাটা ধরে নিয়েছিলেন অধিনায়ক জো রুট এবং আরেক ওপেনার জেনিংস ৷ মহম্মদ শামির নিখুঁত ইনকাটারে এরপর জেনিংস (৪২) এবং মালান (৮) একে একে আউট হলেও ক্রিজে যতক্ষণ জো রুট নামক একজন ব্যাটসম্যান রয়েছেন ৷ ততক্ষণ কিছুতেই স্বস্তিতে থাকতে পারেন না বিপক্ষ কোনও দলের অধিনায়কই ৷ মূল্যবান উইকেটটা শেষপর্যন্ত যে এভাবে আসবে তা হয়তো ভাবতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা ৷ এক অধিনায়ককে প্যাভিলিয়ানের রাস্তা দেখালেন আরেক অধিনায়কই ৷ বিরাটের ডিরেক্ট থ্রো-তে রান আউট রুট (৮০) ৷ আর তাতেই ম্যাচে ছন্দে ফিরল ভারত ৷ এজবাস্টন টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮৫ রান ৷

    Djg0VUSXcAE3G6A

    ইংল্যান্ড অধিনায়ক রুটের পাশাপাশি এদিন রান পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও ৷ উমেশ যাদবের বলে রান আউট হওয়ার আগে ৭০ রান করে যান তিনি ৷ প্রথম দিনে বল হাতে হতাশ করেননি ভারতীয় পেসাররা ৷ শামি, ইশান্ত, উমেশরা প্রত্যেকেই এদিন উইকেট পেয়েছেন ৷ তবে সবাইকে ফের ছাপিয়ে গেলেন সেই রবীচন্দ্রন অশ্বিন ৷ টেস্টের প্রথম দিনেই বল ঘোরাতে সফল তিনি ৷ ২৫ ওভারে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বিপক্ষ শিবিরে একাই কম্পন ধরালেন তিনি ৷ বৃহস্পতিবার ইংল্যান্ডের শেষ উইকেটটা তাড়াতাড়ি তুলে নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কোনও একটা বড় পার্টনারশিপই কিন্তু ম্যাচে আরও স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যেতে পারে কোহলিদের ৷

    First published:

    Tags: Birmingham Test, Ind-Eng Series, R Ashwin