India Vs Bangladesh: দ্বিতীয় T20-তে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত! সিরিজও জিতল গম্ভীর বাহিনী, অনবদ্য নীতীশ-রিঙ্কু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Vs Bangladesh: আজ জিতলেই সিরিজ জিতে যাবে ভারত, এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের পর টি২০ সিরিজেও বাংলাদেশকে হারিয়ে জিততে মুখিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাস্তবে ঘটলও তাই।
নয়াদিল্লি: ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টি২০ ম্যাচকে বাংলাদেশকে উড়িয়ে ম্যাচ তথা সিরিজ জিতল ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ জিতলেই সিরিজ পকেটে পুড়বে টিম ইন্ডিয়া, এই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দেয় ভারত। শুরুর দিকে ভারতের পরপর উইকেট পড়লেও অর্ধশতরান করলেন নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং। মূলত দুজনের ব্যাটে ভর করেই বাংলাদেশকে বিপুল রানের টার্গেট দেয় ভারত। কিন্তু ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান তোলে বাংলাদেশ। ৮৬ রানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত।
আজ জিতলেই সিরিজ জিতে যাবে ভারত, এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের পর টি২০ সিরিজেও বাংলাদেশকে হারিয়ে জিততে মুখিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাস্তবে ঘটলও তাই। আগের ম্যাচ নীতীশ কুমার রেড্ডি তেমন নজরকাড়া পারফরমেন্স করতে না পারলেও এদিন ৩৪ বলে ৭৪ রান করে আউট হন নীতীশ। ৫৩ রানে শেষ পর্যন্ত তাসকিন আহমেদের বলে আউট হন রিঙ্কু। দুজনের ঝোড়ো ব্যাটিং জেরেই রানের পাহাড়ে চড়ে টিম ইন্ডিয়া। ১৯ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন হার্দিক। শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৯ উইকেটে ২২১ রান করে ভারত।
advertisement
কিন্তু ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা নির্দিষ্ট সময় অন্তর সাজঘরে ফিরতে থাকেন। প্রথম ওভারে অর্শদীপ সিংয়ের বলে ১৪ রান তোলে বাংলাদেশ। ঝড়ের গতিতে ব্যাটিং শুরু করেন পারভেজ হাসান ইমরান। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ২০। কিন্তু ৬ ওভার শেষে ৪৩ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭০। এরপর ১০০ রানের মধ্যেই সাত উইকেটে হারায় বাংলাদেশ। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে বাংলাদেশ।
advertisement
advertisement
ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। নীতীশ রেড্ডিও নেন ২ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পর আবারও টি২০ সিরিজ জিতলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট সিরিজের পর টি২০তেও বাংলাদেশকে হারাল গৌতম গম্ভীরের দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 10:44 PM IST