IND vs BAN: মাঠেই জোর লেগে গেল পন্থ-লিটনের! চেন্নাইয়ার উত্তাপ বাড়ল 'অন্য যুদ্ধে'

Last Updated:

India vs Bangladesh: প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২২৭ রানের লিড পায় বাংলাদেশ। চেন্নাই টেস্টে ভারত-বাংলাদেশের ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি বাগযুদ্ধও বাদ যায়নি।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ম্য়াচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২২৭ রানের লিড পায় ভারত। চেন্নাই টেস্টে ভারত-বাংলাদেশের ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি বাগযুদ্ধও বাদ যায়নি।
চেন্নাইতে একে অপরের সঙ্গে তর্কে জড়ান দুই দলের দুই উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ও লিটন দাস। তাদের দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের প্রথম ইনিংসে চাপের ভারতের ৩ উইকেট হারানোর পর চাপের মুহূর্তে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। ১৬ তম ওভারের লিটন দাসের সঙ্গে হয় বাগযুদ্ধ।
১৬ তম ওভারে গালিতে শট খেলে রান নিতে যান যশস্বী জয়সওয়াল। সেই সময় ফিল্ডারের ছোড়া বল যশস্বীর প্যাডে লেগে মিড উইকেটের দিকে চলে যায়। সেই সময় দৌড়ে রান নিয়ে নেন পন্থ ও যশস্বী। সেই রান মেনে নিতে পারেননি লিটন দাস। পন্থকে লিটন জিজ্ঞেস করেন কেন তিনি রান নিলেন। লিটন প্রশ্ন তোলেন কারণ বল অন্য দিকে চলে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
চুপ করে থাকনেননি পন্থও। ভারতীয় তারকা পাল্টা লিটনকে বলেন,”আমার দিকে কেন বল ছুড়ছে?” লিটন তখন পাল্টা বলেন, “ও তো বল ছুড়বেই।” তার জবাবে পন্থ বলেন, “তা হলে আমিও দৌড়ব।” এরপর লিটন বিজের জায়গায় ফেরত চলে যান। লিটন-পন্থের এই দ্বৈরথ নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN: মাঠেই জোর লেগে গেল পন্থ-লিটনের! চেন্নাইয়ার উত্তাপ বাড়ল 'অন্য যুদ্ধে'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement