এমন রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের
- Published by:Sudip Paul
Last Updated:
মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯। ভারতীয় দলের জার্সিতে খেলতে নেমে রেকর্ড করলেন উনাদকাট।
#মীরপুর: ১২ বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। বাংলাদেশ সফরে মহম্মদ শামির চোটের কারণে টিম ইন্ডিয়ায় সুযোগ পান তিনি। তবে প্রথম একাদশে যে উনাদকাট সুযোগ পাবেন এক যুগ পর তা ভাবতেও পারেননি তিনি। দ্বিতীয় টেস্টে সেই স্বপ্নও পূরণ হল ভারতীয় পেসারের। ০১০ সালের ১৬ ডিসেম্বর অভিষেক হয়েছিল উনাদকাটের। তারপর দ্বিতীয় টেস্ট খেললেন ২০২২ সালের ২২ ডিসেম্বর।
১২ বছর পর জাতীয় দলে ফিরেই বল হাতে ২ উইকেট নেওয়াই শুধু নয়, রেকর্ড বুকেও নাম তুললেন জয়দেব উনাদকাট। ভারতের প্রথম ক্রিকেটার হলেন জয়দেব উনাদকাটা যার দেশের হয়ে দুটি টেস্ট খেলার মাঠে তফাৎ ১১৮টি টেস্ট। তাঁর থেকে বেশি টেস্টে বাদ পড়েছিলেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তিনি ১৪২টি টেস্টে দলের বাইরে ছিলেন। ক্রিকেট ইতিহাসে গ্যারেথ বাটিই সবথেকে বেশি টেস্ট বাদ যাওয়া ক্রিকেটার। উনাদকাট এমনিতেও নিজের শেষ আবন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০-তে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। মীরপুরে ভারতীয় বোলারদের দাপটে আরও একবার ধরাশায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন। মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। ভারতে হয়ে ৪টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ২টি উইকেট নেন জয়দেব উনাদকাট। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2022 8:35 PM IST