India vs Bangladesh: ভারতের কাছে গোহারা হারল বাংলাদেশ! বিশ্বকাপে ভারত হারলে নাচছিল যারা, এখন পুরো চুপ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর ওপার বাংলার ক্রিকেট ফ্যানেদের উল্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে ক্ষুব্ধ ভারতের ফ্যানেরা। এরইমধ্যে ২২ গজে ফের একবার বাংলাদেশকে হারিয়ে নিজেদের যোগ্যতা বুঝিয়ে দিল ভারত।
কলকাতা: বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। শাকিবদের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কিন্তু বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর ওপার বাংলার ক্রিকেট ফ্যানেদের উল্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে ক্ষুব্ধ ভারতের ফ্যানেরা। এরইমধ্যে ২২ গজে ফের একবার বাংলাদেশকে হারিয়ে নিজেদের যোগ্যতা বুঝিয়ে দিল ভারত।
বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে দিয়েছে ভারতের অনূর্ধব ১৯-এ দল। ভারতের জুনিয়র লেভেলের ক্রিকেটও কতটা উন্নত তার প্রমাণ এই জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব ১৯ এ দল, বি দল ও বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দল এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচেই বাংলাদেশকে ৯২ রানের লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯-এ দল।
advertisement
ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩১৭ রান করে জুনিযর ভারতীয় দল। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। জবাবে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের উপর। ২২৫ রানে অলআউট হয়ে যায় ওপার বাংলার দল। ৯২ রানে ম্যাচ জেতে ভারত।
advertisement
advertisement
জুনিয়র ক্রিকেটে এই জয় হলেও ভারতীয় নেটিজেনরা এই জয়কে বড় জয় হিসেেবই দেখেছ। ভারত বিশ্বকাপে ফাইনালে হারের পর যে উৎসবে মেতেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদের একাংশ তাদের এই জয় যোগ্য জবাব বলছেন ভারতীয় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 7:11 PM IST