১৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ টেস্ট দেখবেন কোথায়? ক'টা থেকে শুরু? রইল সব আপডেট

Last Updated:

Indian vs Bangladesh 1st Test- ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN 1st Test) ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলা হয়েছে।

চেন্নাই: ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN 1st Test) ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারতীয় দল ১১টি টেস্ট জিতেছে, আর দুটি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ কখনও ভারতকে টেস্টে হারাতে পারেনি।
২০০০ সাল থেকে এখনও ৮টি টেস্ট সিরিজ খেলেছে ভারত ও বাংলাদেশ। তবে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারতীয় দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রতি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই ভারতের বিরুদ্ধে টেস্টের আগে তারা আত্মবিশ্বাসে ফুটছেন।
আরও পড়ুন- শান্তর হুঁশিয়ারির এবার পাল্টা দিলেন সৌরভ! বাংলাদেশকে বড় কথা বলে দিলেন দাদা
সেপ্টেম্বর ১৯-২৩: ভারত বনাম বাংলাদেশ, ১ম টেস্ট, এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই, সকাল সাড়ে নটা থেকে।
advertisement
advertisement
২৭ সেপ্টেম্বর-অক্টোবর ১: ভারত বনাম বাংলাদেশ, ২য় টেস্ট, গ্রিন পার্ক কানপুর, সকাল ৯:৩০ থেকে।
৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি: ভারত বনাম বাংলাদেশ, মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম, গোয়ালিয়র, সন্ধ্যা ৭টা থেকে।
৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ, ২য় টি-টোয়েন্টি, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, সন্ধ্যা ৭টা।
১২ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ, তৃতীয় টি-টোয়েন্টি, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ, সন্ধ্যা ৭টা থেকে।
advertisement
কখন এবং কোথায় আপনি ভারতে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন?
ভারতীয় ভক্তরা স্পোর্টস 18 চ্যানেলে টিভিতে বাংলাদেশের ভারত সফরের ম্যাচ লাইভ দেখতে পারবেন।
আরও পড়ুন- চেন্নাইয়ের অনুশীলনে এ কি কাণ্ড ঘটালেন বিরাট কোহলি! ছবি ভাইরাল নেট দুনিয়ায়
ভারতে অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?
ভারত বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ স্ট্রিমিং ভারতে JioCinema অ্যাপে দেখা যাবে।
advertisement
টিম ইন্ডিয়া (১ম টেস্ট): রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশ দয়াল।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মেহেদি হাসান জাদে, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান। , হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, সৈয়দ খালিদ আহমেদ, জেকার আলী অনিক।
বাংলা খবর/ খবর/খেলা/
১৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ টেস্ট দেখবেন কোথায়? ক'টা থেকে শুরু? রইল সব আপডেট
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement