IndW vs AusW : ঘাড়ে লাগল বল, মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বকাপ সেমিফাইনালে যা হল...

Last Updated:

IndW vs AusW- অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin)-এর প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা। অস্টিন মেলবোর্নের ১৭ বছর বয়সী এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ২৮ অক্টোবর (মঙ্গলবার) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

News18
News18
মুম্বই : নবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দল মুখোমুখি হয়েছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়কেই বাঁ হাতে কালো ফিতে বেঁধে মাঠে নামেন।
অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin)-এর প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা। অস্টিন মেলবোর্নের ১৭ বছর বয়সী এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ২৮ অক্টোবর (মঙ্গলবার) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জানা গেছে, তিনি নেটে ব্যাটিং অনুশীলনের সময় এই দুর্ঘটনার শিকার হন।
ম্যাচ শুরু হওয়ার আগে বিসিসিআই (BCCI) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ একটি পোস্টে জানায়, “দুই দল আজ ১৭ বছর বয়সী অস্ট্রেলীয় ক্রিকেটার বেন অস্টিনকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরেছে, যিনি মঙ্গলবার রাতে নেটে ব্যাটিং করার সময় দুর্ঘটনায় মারা যান।”
advertisement
advertisement
দুই দলের এই পদক্ষেপ তরুণ ক্রিকেটারের প্রতি এক আবেগপূর্ণ ও সম্মানসূচক শ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin) অনুশীলনের সময় গলায় বল লাগায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি ২০১৪ সালে ফিল হিউজ-এর দুঃখজনক মৃত্যুর স্মৃতি ফিরিয়ে এনেছে।
advertisement
অস্টিনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ফার্নট্রি গালি (Ferntree Gully)-তে অনুশীলনের সময় তাঁর গলা ও মাথায় বল লাগে। তিনি একটি টি২০ ম্যাচের আগে নেট প্র্যাকটিস করছিলেন। দুর্ঘটনার পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়, কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত তার জীবন বাঁচাতে ব্যর্থ হন। এত কম বয়সে একজন ক্রিকেটার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IndW vs AusW : ঘাড়ে লাগল বল, মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বকাপ সেমিফাইনালে যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement