India vs Australia: সিরিজ জিতেও টিম ইন্ডিয়ার বাইরে গেলেন ৫ ক্রিকেটার, তৃতীয় ম্যাচে দলে এলেন আরও ৫

Last Updated:

India vs Australia: সিরিজ জিতলেও তৃতীয় ম্যাচে আগে উইনিংস কম্বিনেশন ভাঙছে ভারত। যা আগে থেকেই জানা ছিল। ৫ জন ক্রিকেটারকে বিশ্রামে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলে ফিরছেন আরও ৫।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া
ঘরের মাঠে কেন অপ্রতিরোধ্য বলা হয় ভারতীয় ক্রিকেট দলকে তা প্রথম দুটো ওডিআই ম্যাচে টের পেয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক সহ দলের প্রধান ৫ ক্রিকেটার না থাকা সত্ত্বেও ২টি ম্যাচ পরপর হেরে সিরিজ খোয়াতে হয়েছে অজিদের। সিরিজ জিতলেও তৃতীয় ম্যাচে আগে উইনিং কম্বিনেশন ভাঙছে ভারত। যা আগে থেকেই জানা ছিল। ৫ জন ক্রিকেটারকে বিশ্রামে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলে ফিরছেন আরও ৫।
তৃতীয় ম্যাচে বিশ্রামে পাঠানো হচ্ছে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মাকে। এদের মধ্যে শুভমান গিল ও শার্দুল ঠাকুর এশিয়া কাপ থেকে টানা ক্রিকেট খেলছেন। তাই বিশ্বকাপের আগে দুজনে বিশ্রাম দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। রুতুরাজ গায়কোয়াড় এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক। এশিয়ান গেমসের দলে রয়েছে তিলক বর্মাও। পয়লা অক্টোবর থেকে খেলা। তাই এই দুই ক্রিকেটারকেও বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা সবে চোট সারিয়ে ফিরেছেন। তাই তৃতীয় একদিনের ম্যাচে তাকেও রেস্ট দিয়েছে।
advertisement
advertisement
অপরদিকে, এশিয়া কাপ জয়ের পর প্রথম দুটি ওডিআইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেস্ট দেওয়া হয়েছিল দলের এক ঝাঁক সিনিয়র ক্রিকেটারদের। তৃতীয় ম্যাচে যে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবরা ফিরবেন তা পূর্ব নির্ধারিত ছিলই। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে প্রস্তুতি সেরে নেবেন সিনিয়র ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতের মিশন বিশ্বকাপ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: সিরিজ জিতেও টিম ইন্ডিয়ার বাইরে গেলেন ৫ ক্রিকেটার, তৃতীয় ম্যাচে দলে এলেন আরও ৫
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement