মুখোমুখি বিরাট কোহলি-রাহুল দ্রাবিড়, কী কথা হল একদা সতীর্থ বর্তমানে 'গুরু-শিষ্যের'
- Published by:Sudip Paul
Last Updated:
আহমেদাবাদ টেস্ট শেষে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি একসঙ্গে আড্ডা দিলেন। নানা বিষয়ে কথা দুজনের মধ্যে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্ট ড্র হলেও এই টেস্ট থেকে ভারতীয় দলের প্রাপ্তি অনেক। তার মধ্যে সবথকে বড় প্রাপ্তি হল দীর্ঘ দিন পর লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির বড় রান করা। ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করেন বিরাট কোহলি। শেষ ম্যাচ ড্র হলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি একসঙ্গে আড্ডা দিলেন। নানা বিষয়ে কথা দুজনের মধ্যে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কোহলির কাছে দ্রাবিড় জানতে চেয়েছিলেন অফ ফর্মের সময় নিজের শতরান নিয়ে কতটা চিন্তিত ছিলেন তিনি। তার উত্তরে বিরাট কোহলি নিজের ভুলের কথা জানানোর পাশাপাশি তার লক্ষ্যের কথাও জানিয়েছেন বিরাট কোহলি। কোহলি বলেছেন,'দীর্ঘ সময় ব্যাট করাই তাঁর আসল লক্ষ্য। ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের হয়ে খেলতে চাই আমি। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে যদি সেঞ্চুরি আসে তবে তা ভালো। আমি কী চাইছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের প্রয়োজন।' এছাড়াও বিরাট কোহলি বলেন, নিজের কিছু ভুলের জন্যই এতদিন রান আসছিল না। ৪০-৫০ রান করে খুশি হওয়ার লোক আমি নই। বড় রান পাওয়ার জন্য ওলম্বা সময় ব্যাটিং করার জন্য অনেক পরিশ্রম করেছি।'
advertisement
A conversation full of calmness, respect & inspiration written all over it! 😊 🙌 A special post series-win chat with #TeamIndia Head Coach Rahul Dravid & @imVkohli at the Narendra Modi Stadium, Ahmedabad 👍 👍 - By @RajalArora FULL INTERVIEW 🔽 #INDvAUShttps://t.co/nF0XfltRg2 pic.twitter.com/iHU1jZ1CKG
— BCCI (@BCCI) March 14, 2023
advertisement
advertisement
কোহলি-দ্রাবিড়ের আড্ডা চলাকালীন টিম ইন্ডিয়ার কোচ নিজেও জানান তিনি বিরাট কোহলির শতরান দেখার জন্য অপেক্ষায় ছিলেন। ‘একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।’ শেষে বিরাট কোহলিকে আগামির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রাহুল দ্রাবিড়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 2:33 PM IST