নতুন স্টেডিয়ামে পুরনো লড়াই, অশ্বিন-রোহিতকে ছাড়াই পারথে চমক দিতে তৈরি টিম ইন্ডিয়া

Last Updated:
#পারথ: পুরনো পারথ। কিন্তু নতুন স্টেডিয়াম, নতুন উইকেট। আর ঘাস দেখে মুখে হাজার ওয়াটের হাসি কাপ্তান কোহলির। সে যতই অশ্বিন ও রোহিত না থাকুন। ইতিহাসের সিরিজে আরেকটা জয়ের জন্য পেস ব্যাটারির দিকেই ঝুঁকে অধিনায়ক। ১৩ জনের দলে রয়েছেন জাদেজা-উমেশ। অ্যাডিলেডে হারলেও একই দলই থাকছে অস্ট্রেলিয়ারও। অজি ইতিহাসে ১০ নম্বর টেস্ট মাঠ হিসেবে অভিষেক পারথের অপটাস স্টেডিয়ামের।
অ্যাডিলেডে স্বপ্নের শুরু। পারথের নতুন স্টেডিয়ামেও বিরাট দাপট অব্যাহত থাকবে? হাজার প্রশ্ন। ওয়াকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নতুন স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই আনকোরা। তবে পারথের ঐতিহ্য বজায় রেখে সেখানেও সবুজ আভা। যা দেখে তাল ঠোকা শুরু কাপ্তান কোহলির। মুখে জো’বার্গের প্রসঙ্গ। তবে ম্যাচের আগের দিন সকালেই কোহলির সংসারে জোড়া ধাক্কা। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৫২ ওভার বল করার ধকল। কুঁচকির চোটে নেই অশ্বিন। আর ফিল্ডিং করতে গিয়ে পিঠে চোট রোহিতের। ১৩ জনের দলে উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা। কোচ, বোলিং কোচ থেকে অধিনায়ক। সবাই একবাক্যে পেস ব্যাটারির প্রশংসায় প‍ঞ্চমুখ। পারথ বরাবরের পয়া ইশান্ত শর্মার কাছে। তাহলকে কি অজিদের ঘায়েল করতে অল পেস অ্যাটাকে কোহলির ভারত? সেক্ষেত্রে অবশ্য শামি-বুমরা-ইশান্ত ত্রয়ীর সঙ্গে ভুবির চান্সই বেশি।
advertisement
বল বিতর্কের পর ঘরের মাঠে প্রথম টেস্টেই হার। টিম পেইন যতই বলুন, তাঁরা ধীরে ধীরে ফোকাস ফিরে পাচ্ছেন। অ্যাডিলেডে হারার পর দলের পারফরমেন্সেই বিরক্ত অধিনায়ক। বিশেষ করে মিচেল স্টার্কের বোলিংয়ে। তবে অ্যাডিলেডের দল থাকছে পারথে। ব্যর্থ হলেও ওপেনিংয়ে আরেকটা সুযোগ পাচ্ছেন অ্যারন ফিঞ্চ। অফ ফর্মের স্টার্ক কি বসতে পারেন ? বদলে আসতে পারেন বুড়ো সিডল ? অনেক যদি কিন্তু সম্ভাবনাই তৈরি রাখছে ক্যাঙারু ম্যানেজমেন্ট। নতুন স্টেডিয়ামে উইকেট কেমন হবে ? জানে না কোনও শিবিরই। তবে টস হারলে সেটা মন্দ হবে না। মজার ছলে মন্তব্য অজি অধিনায়ক টিম পেইনের।
advertisement
advertisement
পারথ মানেই টিম ইন্ডিয়ার কাছে ঘটনাবহুল। কোহলিও কিন্তু রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন স্টেডিয়ামে পুরনো লড়াই, অশ্বিন-রোহিতকে ছাড়াই পারথে চমক দিতে তৈরি টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement