IND vs AUS: চতুর্থ ম্যাচে ফিরছেন মহাতারকা, দুই দলেই একাধিক পরিবর্তন! রায়পুরেই সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 4th T20: শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচ। একদিকে ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ। অপরদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।
রায়পুর: জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। প্রথম দুটি ম্যাচ টিম ইন্ডিয়া জিতে সিরিজে লিড নিয়েছিল। তৃতীয় ম্যাচে দুরন্তভাবে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দুরন্ত জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচ। একদিকে ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ। অপরদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।
চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে তা আগেই জানা ছিল। কারণ, এই ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রেয়স আইয়ার। ফলে ব্যাটিং বিভাগের শক্তি আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে প্রথম ৩ ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কোনও চিন্তা ছিল না। যত চিন্তা বোলিং নিয়ে। শেষ ম্যাচে ২২২ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলাররা। ফলে চতুর্থ ম্যাচে বোলিং লাইনআপেও পরিবর্তনের সম্ভাবনা জোড়াল।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে কী কম্বিনেশন খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা নিয়ে জল্পনা রয়েছে। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে ভারতীয় দলের একাদশে মোট ২টি পরিবর্তন হতে পারে। তিলক বর্মার বদলে দলে আসতে পারেন শ্রেয়স আইয়ার। অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গার খেলতে পারেন দীপক চাহার।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আভেস খান, দীপক চাহার।
advertisement
অপরদিকে, যে ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে সিরিজে ফেরা, তাঁকেই আর সিরিজে পাবে না অস্ট্রেলিয়া। দেশে ফিরে গিয়েছেন ম্যাক্সি। ফলে চ্যালেঞ্জ আরও বাড়ল ম্যাথিউ ওয়েডের দলের কাছে। পাওয়া যাবে না মার্কাস স্টয়নিসকেও। রায়পুরের ম্যাচও অজিদের কাছে ডু অর ডাই। তরুণ ব্রিগেডের উপরই ভরসা রাখতে হবে ৬ বারের বিশ্বজয়ীদের।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অ্যারন হার্ডি, জস ফিলিপস, বেন ম্যাকডরমট, ম্যাথিউ শর্ট, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), ন্যাথান এলিস, জেসন বেহরনড্রফ, তনবীপ সাঙা / ক্রিস গ্রিন, কেন রিচার্ডাসন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 8:32 AM IST