India vs Australia 3rd ODI: তৃতীয় ওডিআইতে ফর্মে ফিরল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন, ভারতকে দিল ৩৫৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 3rd ODI: একটা সময় দেখে মনে হচ্ছিল ৪০০ বা তার বেশি স্কোর করবে অস্ট্রেলিয়া। কিন্তু ডেভিড ওয়ার্নার , মিচেল মার্শ, স্টিভ স্মিথরা যে গতিতে ইনিংস শুরু করেছিল শেষটা হল অনেকটাই স্লথ। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে অস্ট্রেলিয়া।
রাজকোট: একটা সময় দেখে মনে হচ্ছিল ৪০০ বা তার বেশি স্কোর করবে অস্ট্রেলিয়া। কিন্তু ডেভিড ওয়ার্নার , মিচেল মার্শ, স্টিভ স্মিথরা যে গতিতে ইনিংস শুরু করেছিল শেষটা হল অনেকটাই স্লথ। ২৫ ওভারের পর ম্যাচে অনেকটা ঘুড়ে দাঁড়ায় ভারতীয় বোলাররা। যার ফলে ৫০ ওভারে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ৩৫২ রানে বেঁধে রাখতে সমর্থ হল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। এছাড়া স্টিভ স্মিথ ৭৪, মার্নাস লাবুশানে ৭২ ও ডেভিড ওয়ার্নার ৫৬ রান করেন।
রাজকোটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। ঝড়ে গতিতে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন। দলের ৭৮ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৩৪ বলে ৫৬ রান করে আউট হন ওয়ার্নার। এরপর মিচেল মার্শ ও স্টিভ স্মিথ এগিয়ে নিয়ে যান স্কোর বোর্ড। দ্রুত রান করে দুজন। একের পর এক আক্রমণাত্মক শট খেলে ২৫ ওভারেই দলের স্কোর ২০০-পার নিয়ে যান ওয়ার্নার ও স্মিথ জুটি।
advertisement
অল্পের জন্য নিজের শতরান মিস করেন মিচেল মার্শ। দলের ২১৫ রানের মাথায় ব্যক্তিগত ৯৬ রান করে আউট হন মার্শ। পার্টনারশিপ ভাঙতে বেশি সময় ক্রিজে থাকে পারেননি স্মিথও। ৭৪ রান করেন আউট হন তিনি। ২৪২ রানে তৃতীয় উইকেট পড়ে। এরপর একদিক থেকে মার্নাস লাবুশানে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একইসঙ্গে চেপে ধরেন ভারতীয় বোলাররা। যার ফলে কমে রানের গতি।
advertisement
advertisement
৭২ রানের ইনিংস খেলে সাজঘরে যার ফেরেন মার্নাস লাবুশানে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে অস্ট্রেলিয়া। ভারতের বোলিং লাইনে এদিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। এছাড়া কুলদীপ যাদব ২টি, একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতের জয়ের টার্গেট ৩৫৩। রাজকোটের উইকেটে এই রানও তাড়া করা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 5:53 PM IST