India vs Australia, 2nd T20I: বেঙ্গালুরুতেও হার, টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার
Last Updated:
#বেঙ্গালুরু: বিশাখাপত্তনমের ভাগ্য বদলালো না ৷ বেঙ্গালুরুতেও হার, টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার ৷ একা ম্যাক্সওয়েল যা ম্যাজিক দেখালেন ভারতের তরুণ বোলিং ব্রিগেড তাঁকে আটকাতে চোখে সর্ষে ফুল দেখল ৷
প্রথম টি টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতা ফেরানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে ৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৷ ভারতীয় দল ব্যাটিংটা মন্দ করেনি ৷ রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম দিয়ে বিজয় শঙ্করকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ ওপেনিংয়ে কেএল রাহুল শুরুটা দারুণ করেন ৷ যদিও ৪৭ রান করে আউট হয়ে যান তিনি ৷ এরপর শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
দলের দায়িত্ব নেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ৷ কোহলি ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ৷ মাহি ২৩ বলে ৪০ করে আউট হন ৷ ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত ৷
advertisement
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই স্টোয়ানিসের উইকেট হারায় ৷ এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান শর্ট ও ফিঞ্চ ৷ কিন্তু ম্যাক্সওয়েলের মারকুটে মুডের সামনে ভারতীয় বোলারদের কার্যত দিশাহীণ দেখায় ৷ মাত্র ৫৫ বলে ১১৩ রান করেই একাই ভারতের থেকে ম্যাচ বার করে নেন তিনি ৷ এদিনের ম্যাক্সওয়েলের ইনিংস সাজানো ৭ টি চার ও ৯ টি ছয় দিয়ে ৷
advertisement
Australia win the toss and elect to bowl first in the final T20I at Bengaluru.
How many runs will #TeamIndia put on board? #INDvAUS pic.twitter.com/2oTgNmFhu2 — BCCI (@BCCI) February 27, 2019
2nd T20I. Australia XI: D Short, M Stoinis, A Finch, G Maxwell, P Handscomb, A Turner, N Coulter-Nile, P Cummins, J Richardson, J Behrendorff, A Zampa https://t.co/qqJihg093t #IndvAus — BCCI (@BCCI) February 27, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2019 6:39 PM IST