India vs Australia 2nd ODI: দুই দল মিলিয়ে একাধিক পরিবর্তন, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Last Updated:

India vs Australia 2nd ODI: রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অপরদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই অজিদের কাছে।

ইনদওর: ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। রবিবার ইনদওরে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অপরদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই অজিদের কাছে। দ্বিতীয় ম্যাচে খেলছেন না অস্ট্রোলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।
দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কেএল রাহুলের। ইনদওরের ব্যাটিং সহায়ক উইকেট টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথ। পাটা ব্যাটিং উইকেট রাতে ব্যাটার জন্য আরও ভালো হয়ে যাবে। সেই কারণেই ভরতকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছে অজি অধিনায়ক। ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায় সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া
advertisement
ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করবে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক লোকেশ রাহুল স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন। অস্ট্রেলিয়া দলে এসেছেন জস হ্যাজেলউড, স্পেনসার জনসন ও অ্যালেক্স ক্যারে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইন্দোরের বাইশ গজকে এককথায় পাটা পিচ বলে উল্লেখ করেছেন আকাশ চোপড়া। পিচ রিপোর্টে তিনি এও জানান যে, প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৩৭৫ রান উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পিচে বোলারদের জন্য যে বিশেষ কোনও সুবিধা নেই, সেই বিষয়টায় কার্যত সিলমোহর দিয়ে দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। ফলে আজ হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
ভারতের প্রথম একাদশ: শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি।
advertisement
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারে, সিন অ্যাবট, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন, জস হ্যাজেলউড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 2nd ODI: দুই দল মিলিয়ে একাধিক পরিবর্তন, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement