India vs Australia 1st ODI: ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স ভারতের, প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে হারাল ৫ উইকেটে

Last Updated:

India vs Australia 1st ODI: প্রথমে মহম্মদ শামির আগুনে বোলিং ও পরে ভারতীয় ব্যাটারদের বিক্রম। অনবদ্য ব্যাটিং শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের। দুইয়ের সৌজন্যে মোহালিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। ৫ উইকেটে অনায়াস জয়ে ৩ ম্যাচে সিরিজে ১-০ লিড নিল ভারত।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া
মোহালি: প্রথমে মহম্মদ শামির আগুনে বোলিং ও পরে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং বিক্রম। অনবদ্য ব্যাটিং শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের। দুইয়ের সৌজন্যে মোহালিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। ৫ উইকেটে অনায়াস জয়ে ৩ ম্যাচে সিরিজে ১-০ লিড নিল ভারত।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৬ রান করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়। প্যাট কামিন্সের দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। এছাড়া ৪৫ জশ ইংলিশ, ৪১ স্টিভ স্মিথ, ৩৯ মার্নাস লাবুশানে, ৩১ ক্যামেরন গ্রিন ও ২৯ রান করেন মার্কাস স্টয়নিস। ভারতের আগুন ঝরানো স্পেল করেন মহম্মদ শামি। একাই নেন ৫টি উইকেট। শামির উইকেটের তালিকায় মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাট শর্ট, সিন অ্যাবট। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন শামি।
advertisement
এছাড়া প্রথম ওয়ানডে-তে যার দিকে নজর ছিল সকলের সেই রবিচন্দ্রন অশ্বিনও খুব একটা নিরাশ করেন। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল তাঁর বোলিংয়ে। সাদা বলের ক্রিকেটে তিনি যে এখনও পারদর্শী তা বোঝা যায়। এছাড়া একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। জয়ের জন্য ভারতের টার্গেট ২৭৭।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনাপ রুতুরাজ গায়কোয়াড় ও কেএল রাহুল। ঠান্ডা মাথায় দলের ভিত গড়েন দুই তরুণ তারকা। ৬ বেশি রানের গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ করেন। ১৪২ রানে প্রথম উইকেট পড়ে। ৭১ রান করে আউট রুতুরাজ।
advertisement
প্রথম উইকেট পড়ার পরই পরপর আরও দুটি উইকেট পরে ভারতের। চোট সারিয়ে দলে ফিরে নিরাশ করেন শ্রেয়স আইয়ার। ৩ রান করেন তিনি। ৭৪ রান করে আউট হন শুভমান গিল। ১৪৮ ও ১৫১ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় ভারত। এরপর কেএল রাহুল ও ইশান কিশান কিছুটা এগিয়ে নিয়ে যান ইনিংস। জুটিতে ৩৪ রান যোগ করেন তারা। দলের ১৮৫ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে সাজঘরে ফেরেন ইশান।
advertisement
এরপর ভারতের উপর কিছুটা চাপ বাড়লেও জয়ের পথ মসৃণ করেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব জুটি। তাদের ব্যাটে ভর করেই জয়ের লক্ষ্যে এগিয়ে যায় ভারত। দুই তারকাই নিজেদের অর্ধশতরান পূরণ করেন। বিশেষ করে সূর্যকুমার যাদবের এদিনের ম্যাচে রান পাওয়াটা খুব দরকার ছিল। জয়ের দোরগোরায় এসে পঞ্চম উইকেট পড়ে। ২৬৫ রামনে ব্যক্তিগত ৫০ রান করে আউট হন সূর্যকুমার। এরপর কেএল রাহুল ৫৮ ও রবীন্দ্র জাদেজা ৩ রানে অপরাজিত থেকে দলতে জয় এনে দেন। ভারতের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 1st ODI: ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স ভারতের, প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে হারাল ৫ উইকেটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement