Virat Kohli: আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলবেন না কোহলি, কী হল বিরাটের

Last Updated:

Virat Kohli Will Not Play in IND vs AFG 1st T20: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের টি-২০ সিরিজ। কিন্তু দলে থাকলেও প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি।

মোহালি: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার দেশের হয়ে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে খেলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৪ সালে আরও এক টি-২০ বিশ্বকাপের আগে দলে ফেরানো হয়েছে টিম ইন্ডিয়ার ২ সিনিয়র ক্রিকেটারকে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের টি-২০ সিরিজ। কিন্তু দলে থাকলেও প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি।
বুধবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন কোহলির মোহালিতে না খেলার কথা। টিম ইন্ডিয়ার হেড স্যার বলেন, “প্রথম টি-টোয়েন্টিতে বিরাট খেলবে না। ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার খেলতে পারছে না ও।” তবে বিরাট কোহলির না খেলার ব্যক্তিগত কারণটা ঠিক কী তা খোলাসা করে বলেননি রাহুল দ্রাবিড়।
advertisement
advertisement
বিরাট কোহলি না খেললেও মোহালিতে আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে রোহিত শর্মা যে খেলবেন এবং দলকে নেতৃত্ব দেবেন তা জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচের সিরিজই ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। ফলে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও এই সিরিজের গুরুত্ব কোনও অংশে কম নয় ভারতের কাছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলবেন না কোহলি, কী হল বিরাটের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement