#বেঙ্গালুরু: আধুনিক সময়ে ড্র, হার বলে কিছু হয় না। মানুষ মাঠে যান রেজাল্ট দেখবেন বলে। ক্যারিবিয়ান সফরের আগে বেঙ্গালুরুতে এটাই দর্শন ভারতীয় কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির। অশ্বিনের চোট নিয়ে বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বেঙ্গালুরু পর্ব শেষ করে এবার ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ দিনের প্রস্তুতি শিবিরের পর সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করলেন কোচ ও অধিনায়ক। ওয়াকিবহাল মহলের মতে, এটাও এক নতুন ধারা ৮৮ বছরের ভারতীয় ক্রিকেটের। দায়িত্ব নিয়েই কুম্বলে দাবি করেছিলেন সাত বা আটের দশকের মতো আর আগুন নেই ক্যারিবিয়ান পিচে। বরং গত কয়েক বছরে ভাঙতে ভাঙতে এখন বেশ দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। এদিন সেই সুরেই গলা মেলালেন ক্যাপ্টেন কোহলি। দাবি, এখন মাঠে নামতে হয় জেতার জন্য। কারণ এই ভারতীয় টিম ড্র বা হার-এ বিশ্বাস করে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, India Tour Of Westindies, Test Series, Virat Kohli, বিরাট কোহলি