ওয়েস্ট ইন্ডিজে সিরিজ ৪-০ জিতলে শীর্ষ স্থান ফিরে পাবেন কোহলিরা

আধুনিক সময়ে ড্র, হার বলে কিছু হয় না। মানুষ মাঠে যান রেজাল্ট দেখবেন বলে। ক্যারিবিয়ান সফরের আগে বেঙ্গালুরুতে এটাই দর্শন ভারতীয় কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির।

  • Last Updated :
  • Share this:

    #বেঙ্গালুরু:  আধুনিক সময়ে ড্র, হার বলে কিছু হয় না। মানুষ মাঠে যান রেজাল্ট দেখবেন বলে। ক্যারিবিয়ান সফরের আগে বেঙ্গালুরুতে এটাই দর্শন ভারতীয় কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির। অশ্বিনের চোট নিয়ে বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

    বেঙ্গালুরু পর্ব শেষ করে এবার ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ দিনের প্রস্তুতি শিবিরের পর সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করলেন কোচ ও অধিনায়ক। ওয়াকিবহাল মহলের মতে, এটাও এক নতুন ধারা ৮৮ বছরের ভারতীয় ক্রিকেটের। দায়িত্ব নিয়েই কুম্বলে দাবি করেছিলেন সাত বা আটের দশকের মতো আর আগুন নেই ক্যারিবিয়ান পিচে। বরং গত কয়েক বছরে ভাঙতে ভাঙতে এখন বেশ দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। এদিন সেই সুরেই গলা মেলালেন ক্যাপ্টেন কোহলি। দাবি, এখন মাঠে নামতে হয় জেতার জন্য। কারণ এই ভারতীয় টিম ড্র বা হার-এ বিশ্বাস করে না।

    ৪-০ সিরিজ জিতলে ক্যারিবিয়ান সফরে ফের টেস্ট ক্রিকেটের এক নম্বরে উঠে আসবে ভারতীয় দল। শেষবার ঘরের মাঠে সচিনের ফেয়ারওয়েল সিরিজে ড্যারেন স্যামির দলকে দুরমুশ করেছিল ভারত। সেই পরিসংখ্যান মাথায় নিয়েই মঙ্গলবার বছরের প্রথম টেস্ট সিরিজ খেলতে উড়ে যাচ্ছেন কুম্বলে-কোহলির টিম ইন্ডিয়া।
    First published:

    Tags: Cricket, India Tour Of Westindies, Test Series, Virat Kohli, বিরাট কোহলি