ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলবেন বিরাটরা ! ইডেন পেল ভারত-নিউজিল্যান্ড

Last Updated:

ঘরের মাঠে বিরাটরা খেলবেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ৷ এর মধ্যে কোনও একটা টেস্ট আবার হবে দিন-রাতের অর্থাৎ গোলাপি বলের ৷

#মুম্বই: শীত এবার জমজমাট ক্রিকেটের জন্য ৷ দেশের মাটিতে একের পর এক ক্রিকেট সিরিজ ৷ টেস্টের আসরও অনেকদিন পর ফিরছে ভারতে ৷ ঘরের মাঠে বিরাটরা খেলবেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে ৷ এর মধ্যে কোনও একটা টেস্ট আবার হবে দিন-রাতের অর্থাৎ গোলাপি বলের ৷
দেশের কোন কেন্দ্রে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজিত হবে, তা নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা থেকেই গিয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি আপ্রাণ চেষ্টা করছে এই ম্যাচ পেতে ৷ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ পেতে তাঁরা ঝাঁপালেও শেষপর্যন্ত ইডেন পেল ভারত-নিউজিল্যান্ড টেস্টই ৷ সেই টেস্টই কি গোলাপি বলের হতে যাচ্ছে? তেমন সম্ভাবনাই এখন প্রবল। কোনও অঘটন না ঘটলে কলকাতাতেই হবে প্রথম গোলাপি বলের টেস্ট ৷
advertisement
ইতিমধ্যে সুপার কাপের ফাইনাল দিন-রাতের আয়োজন করে টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তুতি ভালোমতোই সেরে রেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি ৷ অক্টোবরে এদেশে টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড ৷ ইডেন ছাড়াও কিউইরা টেস্ট খেলবেন কানপুর ও ইনদৌরে। তিনটে টেস্ট ছাড়াও পাঁচটি ওয়ান ডে খেলবে তাঁরা ৷
advertisement
এর পর ডিসেম্বর-জানুয়ারিতে চলবে ভারত-ইংল্যান্ড সিরিজ। পাঁচটা টেস্ট হবে মোহালি, রাজকোট, মুম্বই, বিশাখাপত্তনম আর চেন্নাইতে। তিনটে একদিনের ম্যাচের মধ্যে একটি হবে ইডেনে ৷ বাকি দুটি ম্যাচ পুণে, এবং কটকে ৷ পাশাপাশি তিনটে টি২০ ম্যাচ হবে বেঙ্গালুরু, নাগপুর ও কানপুরে।
advertisement
এখানেই অবশ্য ক্রিকেটের মেলা শেষ হয়ে যাচ্ছে না ৷ আগামী বছর ফেব্রুয়ারিতে এদেশে আসছে অস্ট্রেলিয়া ৷ অস্ট্রেলিয়া সিরিজের চারটি টেস্ট হবে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি এবং পুণেতে। বেঙ্গালুরু ছাড়া বাকি তিন শহরেই এই প্রথম হতে চলেছে কোনও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। দেশের মোট ছ’টি শহর এবার প্রথমবার টেস্ট ম্যাচ দেখার সুযোগ পেতে চলেছে  ৷ ধর্মশালা, রাঁচি এবং পুণে ছাড়া বাকি তিনটি নতুন টেস্ট কেন্দ্র হল রাজকোট, বিশাখাপত্তনম এবং ইনদৌর ৷ বাংলাদেশও ভারতে আসবে একটা টেস্ট খেলতে। সেই টেস্ট হবে হায়দরাবাদে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলবেন বিরাটরা ! ইডেন পেল ভারত-নিউজিল্যান্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement