ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ভারত

Last Updated:

অনূর্ধ্ব-১৭-র পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশনের ৷

#নয়াদিল্লি:  দেশের মাটিতে প্রথমবার কোনও ফিফা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে আগামী অক্টোবরে ৷ টুর্নামেন্ট ঘিরে দেশের ছ’টা শহরে এখন প্রস্তুতি তুঙ্গে ৷ কিন্তু এখানেই থেমে না থেকে এবার ২০১৯ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে মুখিয়ে রয়েছে ভারত ৷হ্যাঁ, অনূর্ধ্ব-১৭-র পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশনের ৷
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মতো একই ফর্ম্যাটে খেলা হয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও ৷ ২৪ টা দলই অংশগ্রহণ করে এই বিশ্বকাপে ৷ এর জন্য প্রয়োজন দেশের ৬টা শহরের স্টেডিয়াম ৷ সেটাও যখন আছে, তখন দেশের মাটিতে আরও একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করলে সেটা এদেশের ফুটবলের প্রসারে অনেক কাজে আসবে বলেই মনে করছে এআইএফএফ ৷
advertisement
এব্যাপারে এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেন, ‘‘ভারতে ফুটবলের প্রসার ঘটাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করাই হবে সঠিক পদক্ষেপ।বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট এদেশে আয়োজন করা গেলে ভারতের ফুটবলপ্রেমী জনতা খেলাটাকে আরও বেশি ভালবাসবে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এ বছরেই দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয়েছে। দু’বছর পর ২০১৯ সালে এই টুর্নামেন্ট ফের ভারতে আয়োজন করার জন্য ফিফার কাছে আবেদন জানাব আমরা।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ভারত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement