#নয়াদিল্লি: দেশের মাটিতে প্রথমবার কোনও ফিফা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে আগামী অক্টোবরে ৷ টুর্নামেন্ট ঘিরে দেশের ছ’টা শহরে এখন প্রস্তুতি তুঙ্গে ৷ কিন্তু এখানেই থেমে না থেকে এবার ২০১৯ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে মুখিয়ে রয়েছে ভারত ৷হ্যাঁ, অনূর্ধ্ব-১৭-র পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশনের ৷
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মতো একই ফর্ম্যাটে খেলা হয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও ৷ ২৪ টা দলই অংশগ্রহণ করে এই বিশ্বকাপে ৷ এর জন্য প্রয়োজন দেশের ৬টা শহরের স্টেডিয়াম ৷ সেটাও যখন আছে, তখন দেশের মাটিতে আরও একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করলে সেটা এদেশের ফুটবলের প্রসারে অনেক কাজে আসবে বলেই মনে করছে এআইএফএফ ৷
এব্যাপারে এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেন, ‘‘ভারতে ফুটবলের প্রসার ঘটাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করাই হবে সঠিক পদক্ষেপ।বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট এদেশে আয়োজন করা গেলে ভারতের ফুটবলপ্রেমী জনতা খেলাটাকে আরও বেশি ভালবাসবে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এ বছরেই দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয়েছে। দু’বছর পর ২০১৯ সালে এই টুর্নামেন্ট ফের ভারতে আয়োজন করার জন্য ফিফার কাছে আবেদন জানাব আমরা।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: FIFA U-17 World Cup, FIFA U-20 World Cup, India, Praful patel