WTC Final: `ভুল দল নির্বাচনের মাশুল দিল ভারত'! রোহিতকে তুলোধোনা অজি কিংবদন্তির

Last Updated:
রোহিতের জন্যই ভারতে দুরবস্থা!
রোহিতের জন্যই ভারতে দুরবস্থা!
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত আর জেতার জায়গায় নেই। যদিও ক্রিকেটের খেলা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা উচিত নয়। তবুও অস্ট্রেলিয়া যে ফেভারিট অথবা খুব ভালো হলে ভারতের কাছে ম্যাচটা ড্র হতে পারে এর বাইরে কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু ভারত জিততেও পারত যদি দল নির্বাচন সঠিক হত। এমনটাই মত স্টিভ ওয়ার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক মনে করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিরাট ভুল করেছেন রবি অশ্বিনকে দলে না রেখে। টেস্ট ক্রিকেটে ৪৭৪ উইকেটের মালিক অশ্বিন। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তার পরিসংখ্যান দুর্দান্ত। সেই ক্রিকেটার বাইরে বসে আছে আর ট্রভিস হেড সেঞ্চুরি করে চলে যাচ্ছে এই দৃশ্য মেনে নেওয়া কঠিন।
আরও পড়ুন – রাহানের কামব্যাক দেখে নিজের কথা মনে পড়ে গেল নাকি সৌরভের? নস্টালজিক দাদা
স্টিভ পরিষ্কার জানিয়েছেন এই টেস্ট ম্যাচ ভারতের জেতা হল না তাদের অধিনায়ক এবং কোচের ভুল সিদ্ধান্তের জন্য। যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটে এমন ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। অস্ট্রেলিয়া টিম নিজেরাও অতীতে এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে টস জিতে। কিন্তু এই সিদ্ধান্তগুলো বিরাট ফ্যাক্টর হয়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অশ্বিন এই দলে অটোমেটিক পছন্দ হওয়া উচিত ছিল।
advertisement
advertisement
এমনকি ভারতের কোচ রাহুল দ্রাবিড় কেন রোহিতকে এই ব্যাপারে ইনপুট দিলেন না সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মহারাজ। তবে এটা যারা ক্রিকেট পন্ডিত নন তাদের বুঝতেও অসুবিধে নেই সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। যে সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে ভারতের ক্রিকেটপ্রেমীরা তাকে ক্ষমা করবেন না। টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার বাইরে বসে হাওয়া খাচ্ছে, মাঠে জল নিয়ে আসছে এই দৃশ্য সত্যি দুঃখের।
advertisement
অশ্বিন থাকলে ভারতের অবস্থা এত খারাপ হত না। স্টিভ মনে করিয়ে দিয়েছেন ব্যাটসম্যান হিসেবেও অশ্বিন পাঁচটা টেস্ট সেঞ্চুরির মালিক। এটা মাথায় রাখা উচিত ছিল ভারতের। আর অনেক ক্রিকেটপ্রেমী মনে করছেন অধিনায়ক না হলে রোহিত শর্মা নিজেই এই দলে জায়গা পান না। প্রথম কারণ তার ফিটনেসর অভাব, পাশাপাশি তিনি আঙুলের চোটে ভুগছেন। সব মিলিয়ে রোহিত একেবারেই অগোছালো কাজ করছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: `ভুল দল নির্বাচনের মাশুল দিল ভারত'! রোহিতকে তুলোধোনা অজি কিংবদন্তির
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement